দেহরাদুন: আগামী সপ্তাহ থেকেই শুরু লোকসভা নির্বাচন। ভোটের মুখেই বড় ঘোষণা। ভোট দিলেই রেস্তোরাঁর বিলে মিলবে ছাড়। খাবারের বিলে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এই ছাড় পাওয়ার জন্য দেখাতে হবে কেবল হাতে লাগানো ভোটের কালি। আসন্ন লোকসভা নির্বাচনে ভোটারদের ভোটদানে উৎসাহিত করতেই নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে এই ঘোষণা করল উত্তরাখণ্ড হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন।
উত্তরাখণ্ডের হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, কেউ ভোট দিলেই, তাঁর রেস্তোরাঁর বিলে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। উত্তরাখণ্ডের হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের অধীনে থাকা সমস্ত হোটেল ও রেস্তোরাঁতেই এই অফার পাওয়া যাবে। এই ছাড় বা ডিসকাউন্ট পাওয়া যাবে ভোট গ্রহণের পর, অর্থাৎ ১৯ এপ্রিলের বিকেল থেকে ২০ এপ্রিল অবধি। রেস্তোরাঁর বিলে ছাড় পাওয়ার জন্য কেবল হাতে ভোটের কালি দেখাতে হবে।
জানা গিয়েছে, উত্তরাখণ্ডের হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন ও নির্বাচন কমিশন একটি মউ স্বাক্ষর করেছে। রাজ্যে ভোট শতাংশ বাড়ানোর উদ্দেশ্যেই এই অফার দেওয়া হয়েছে। অতিরিক্ত মুখ্য ইলেকটোরাল অফিসার বিজয় কুমাক যোগদান্দে এই বিষয়ে বলেছেন, “রাজ্যে ভোট শতাংশ বাড়াতে একাধিক প্রতিষ্ঠান এগিয়ে আসছে। উত্তরাখণ্ড হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন এই প্রস্তাবনা এনেছিল এবং নির্বাচন কমিশন এতে রাজি হয়েছে।”
উত্তরাখণ্ডে ৫টি লোকসভা কেন্দ্র রয়েছে। রাজ্যে এক দফাতেই ভোট গ্রহণ হবে। প্রথম দফায় ১৯ এপ্রিল হবে ভোট গ্রহণ।
প্রসঙ্গত, প্রতিবারই ভোটারদের আকৃষ্ঠ করতে নানা প্রলোভন দেয় বিভিন্ন রাজনৈতিক দল। সেই লোভে অনেকে ভোটও দেয়। তবে তা আসলে নীতি বিরুদ্ধ আচরণ। নাগরিকদের নির্বাচনের গুরুত্ব এবং একটি ভোটের মূল্য কত, তা বোঝানোর নানা প্রচেষ্টা করে নির্বাচন কমিশন। এবার কমিশনের কাজ আরও সহজ হতে চলেছে।