নয়া দিল্লি: আয়কর দাখিলের জন্য নতুন ওয়েবসাইট www.incometax.gov.in নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। যা সোমবার থেকেই কাজ করা শুরু করবে। এই ওয়েব সাইট মারফত আয়কর দাখিল অত্যন্ত সহজ হবে বলে দাবি কেন্দ্রের।
কী কী বিশেষত্ব থাকবে এই ওয়েবসাইটের?
১. এই ওয়েবসাইটে আয়কর দাখিল করা অত্যন্ত সহজ হবে। পাশাপাশি আয়করদাতারা রিফান্ডও পাবেন।
২. আয়কর দাখিলের সব হিসেব ও বকেয়া দেখা যাবে এই ওয়েবসাইটে। তাও শুধুমাত্র সিঙ্গল ড্যাসবোর্ডে।
৩. আয়করের হিসেব তৈরির জন্য বিনামূল্যের সফটওয়্যার থাকবে এই ওয়েবসাইটে।
৪. আয়কর সংক্রান্ত সব ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন অর্থাৎ এফএকিউ থাকবে এই নতুন ওয়েবসাইটে।
এ ছাড়াও কেন্দ্র বিবৃতি দিয়ে সাফ জানিয়েছে, নতুন আয়কর দাখিলের প্রয়োগ শুরু হবে ১৮ জুন থেকে। তা ছাড়া আয়কর দাখিলের জন্য আসবে একটি মোবাইল অ্যাপও। কেন্দ্র এই বিষয়ে আশাবাদী, প্রথমে একটু সমস্যা হলেও পরবর্তীকালে এই ওয়েবসাইটই আয়কর দাখিলের জন্য উপযোগী হবে।
আরও পড়ুন: মুম্বইয়ে ১০০ পার, কলকাতায় সেঞ্চুরি থেকে কয়েক কদম দূরে পেট্রোলের দাম