নয়া দিল্লি: তিন দিন হয়ে গেল, এখনও জারি বিবিসি অফিসে (BBC Office) আয়কর বিভাগের সমীক্ষা (Income Tax Survey)। মঙ্গলবার সকালেই বিবিসি সংবাদমাধ্যমের দিল্লি ও মুম্বইয়ের অফিসে হানা দিয়েছিলেন আয়কর বিভাগের আধিকারিকরা। সংবাদমাধ্যমের বিভিন্ন সূত্র থেকে আয় এবং সেই সংক্রান্ত আয়করের হিসাব মিলিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন আয়কর আধিকারিকরা। বুধবার দিনভর পার করে আজ, বৃহস্পতিবারও সেই সমীক্ষা জারি রয়েছে বলে জানা গিয়েছে। অপর একটি সূত্রে জানা গিয়েছে, বিবিসির কমপক্ষে ১০ জন শীর্ষ আধিকারিক সমীক্ষা শুরু হওয়ার পর থেকে অফিসেই রয়েছেন। ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও তারা অফিসেই রয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, আয়কর বিভাগের আধিকারিকরা বিগত তিনদিন ধরে বিবিসির অফিস থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত নথি সংগ্রহ করছেন। সংস্থার উপার্জন সংক্রান্ত যাবতীয় তথ্যের কপিও তৈরি করেছেন। বিবিসির কর্মীদের মোবাইল ও ল্য়াপটপও বাজেয়াপ্ত করে তথ্য সংগ্রহ করা হয়েছে বলেই জানা গিয়েছে। দিল্লির বিবিসি কর্মীদের খবর ব্রডকাস্টিংয়ের কাজ স্বাভাবিকভাবেই জারি রাখতে বলা হয়েছে। ব্রডকাস্টের সঙ্গে যুক্ত নন, এমন সমস্ত কর্মীদের আপাতত বাড়ি থেকেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।