IT Survey at BBC Offices: ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে অফিসে ‘বন্দি’ ১০ কর্তা, তৃতীয় দিনেও বিবিসির অফিসে জারি আয়কর সমীক্ষা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 16, 2023 | 1:01 PM

IT Survey at BBC Offices: আয়কর বিভাগের আধিকারিকরা বিগত তিনদিন ধরে বিবিসির অফিস থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত নথি সংগ্রহ করছেন। সংস্থার উপার্জন সংক্রান্ত যাবতীয় তথ্যের কপিও তৈরি করেছেন।

IT Survey at BBC Offices: ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে অফিসে বন্দি ১০ কর্তা, তৃতীয় দিনেও বিবিসির অফিসে জারি আয়কর সমীক্ষা
বিবিসির অফিসের বাইরে কড়া পাহারা। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: তিন দিন হয়ে গেল, এখনও জারি বিবিসি অফিসে (BBC Office) আয়কর বিভাগের সমীক্ষা (Income Tax Survey)। মঙ্গলবার সকালেই বিবিসি সংবাদমাধ্যমের দিল্লি ও মুম্বইয়ের অফিসে হানা দিয়েছিলেন আয়কর বিভাগের আধিকারিকরা। সংবাদমাধ্যমের বিভিন্ন সূত্র থেকে আয় এবং সেই সংক্রান্ত আয়করের হিসাব মিলিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন আয়কর আধিকারিকরা। বুধবার দিনভর পার করে আজ, বৃহস্পতিবারও সেই সমীক্ষা জারি রয়েছে বলে জানা গিয়েছে। অপর একটি সূত্রে জানা গিয়েছে, বিবিসির কমপক্ষে ১০ জন শীর্ষ আধিকারিক সমীক্ষা শুরু হওয়ার পর থেকে অফিসেই রয়েছেন। ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও তারা অফিসেই রয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, আয়কর বিভাগের আধিকারিকরা বিগত তিনদিন ধরে বিবিসির অফিস থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত নথি সংগ্রহ করছেন। সংস্থার উপার্জন সংক্রান্ত যাবতীয় তথ্যের কপিও তৈরি করেছেন। বিবিসির কর্মীদের মোবাইল ও ল্য়াপটপও বাজেয়াপ্ত করে তথ্য সংগ্রহ করা হয়েছে বলেই জানা গিয়েছে। দিল্লির বিবিসি কর্মীদের খবর ব্রডকাস্টিংয়ের কাজ স্বাভাবিকভাবেই জারি রাখতে বলা হয়েছে। ব্রডকাস্টের সঙ্গে যুক্ত নন, এমন সমস্ত কর্মীদের আপাতত বাড়ি থেকেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ বিবিসির দিল্লি ও মুম্বইয়ের অফিসে হানা দেয় আয়কর বিভাগের আধিকারিকরা। শুরু হয় নথিপত্র যাচাই। প্রথমে এটিকে তল্লাশি অভিযান বলে উল্লেখ করা হলেও, পরে আয়কর বিভাগের তরফে জানানো হয়, এটি তল্লাশি অভিযান নয়, বরং সমীক্ষা। বিবিসির ব্যবসায় বিদেশি মুদ্রার অনিয়মিত ট্রান্সফার ও লাভের হিসাবে গরমিল সংক্রান্ত তথ্য যাচাই করতে এই সমীক্ষা করা হচ্ছে। মঙ্গলবারও দিনভর এই সমীক্ষা জারি থাকে। গতকালই বিবিসির তরফে সমস্ত কর্মীদের টুইট করে বলা হয়, তারা যেন আয়কর বিভাগের আধিকারিকদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেন এবং সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেন।
বুধবার আয়কর বিভাগের তরফে জানানো হয়, আজ আরও কিছুক্ষণ সমীক্ষা জারি থাকবে। তদন্তকারী আধিকারিকদের উপরেই নির্ভর করবে কখন সমীক্ষা শেষ হবে। আয়কর আধিকারিকরা জানিয়েছেন, আন্তর্জাতিক কর ও কীভাবে আন্তর্জাতিক লেনদেন হয়েছে, সেই সংক্রান্ত তথ্যই সংগ্রহ করা হচ্ছে। সংস্থার কাঠামো, আর্থিক লেনদেন সংক্রান্ত  তথ্য কর্মীদের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে। মোবাইল, ল্যাপটপ স্ক্যান করেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
Next Article