INDIA: মধ্যপ্রদেশে নির্ধারিত ‘ইন্ডিয়া’ জোটের প্রথম জনসভা বাতিল, ঘোষণা কমল নাথের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 17, 2023 | 2:02 AM

Madhya Pradesh: Rally: সামনেই মধ্যপ্রদেশে নির্বাচন। তাই নির্বাচনের আগে বিরোধী শিবিরে শান দিতেই মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে 'ইন্ডিয়া' জোটের জনসভা করার কথা ছিল। এটাই ছিল মধ্যপ্রদেশে বিরোধী জোটের প্রথম জনসভা। অক্টোবরের প্রথম সপ্তাহেই এই জনসভা করার কথা ঘোষণা করেছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল।

INDIA: মধ্যপ্রদেশে নির্ধারিত ইন্ডিয়া জোটের প্রথম জনসভা বাতিল, ঘোষণা কমল নাথের
একমঞ্চে ইন্ডিয়া জোটের শরিকরা। ফাইল ছবি।
Image Credit source: Twitter

Follow Us

ভোপাল: ‘ইন্ডিয়া’ জোটের তিনটি বৈঠক ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সম্প্রতি দিল্লিতে জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠকও হয়েছে। কিন্তু, বাতিল হয়ে গেল জোটের প্রথম জনসভা। এটাই ছিল মধ্যপ্রদেশে ও ইন্ডিয়া জোটের প্রথম জনসভা। শনিবার এই জনসভা বাতিলের কথা ঘোষণা করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেসের প্রধান কমল নাথ। বিরোধী জোটের বৈঠক বাতিল নিয়ে কটাক্ষ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

গত বুধবারে দিল্লিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরেই মধ্যপ্রদেশে নির্ধারিত ‘ইন্ডিয়া’ জোটের প্রথম জনসভা বাতিল করার কথা ঘোষণা করলেন কমল নাথ। তিনি জানান, ইন্ডিয়া জোটে দু-ডজনের বেশি দল রয়েছে। তাদের মধ্যে অনেকের অসুবিধা রয়েছে।

প্রসঙ্গত, সামনেই মধ্যপ্রদেশে নির্বাচন। তাই নির্বাচনের আগে বিরোধী শিবিরে শান দিতেই মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ‘ইন্ডিয়া’ জোটের জনসভা করার কথা ছিল। এটাই ছিল মধ্যপ্রদেশে বিরোধী জোটের প্রথম জনসভা। অক্টোবরের প্রথম সপ্তাহেই এই জনসভা করার কথা ঘোষণা করেছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল। তিনি বলেছিলেন, আসন- রফা নিয়েও যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত গৃহীত হবে। তাহলে কী আসন-রফা নিয়ে জটের জেরেই জোটের জনসভা বাতিল হয়ে গেল? এমন প্রশ্নও উঠছে। যদিও কংগ্রেসের তরফে বা বিরোধী শিবিরের তরফে স্পষ্ট কোনও জবাব মেলেনি।

তবে বিরোধী জোটের জনসভা বাতিলের ঘটনায় তীব্র কটাক্ষ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, “বিরোধী নেতৃত্বের কোনও শক্তি নেই। কংগ্রেসের মধ্যেই অনেক গণ্ডগোল রয়েছে। তারা নিজেদের মধ্যেই লড়াই করে। পোস্টারে কার ছবি আসবে আর কার ছবি আসবে না সেটা নিয়ে লড়াই চলতে থাকে।” সম্প্রতি ‘সনাতন ধর্ম’ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মানুষ ইন্ডিয়া জোটকে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন। শিবরাজ সিং চৌহান।

Next Article