INDIA: সংবাদমাধ্যমের একাংশকে বয়কট করা নিয়ে বিভক্ত ‘ইন্ডিয়া’? নীতীশের মন্তব্যের পরই সাফাই কংগ্রেসের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 17, 2023 | 2:09 AM

Congress: দু-দিন ব্যাপী কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে এদিন সাংবাদিক সম্মেলন করে সংবাদমাধ্যমের একাংশকে বয়কট করা নিয়ে মুখ খোলেন পবন খেরা। তিনি বলেন, "কোনও কিছুই স্থায়ী নয়। যদি আগামী কাল তারা বোঝে যে তারা যেটা করছে সেটা ইন্ডিয়ার জন্য ঠিক নয়, তাহলে আমরা তাঁদের শোয়ে যোগ দিতে শুরু করব।"

INDIA: সংবাদমাধ্যমের একাংশকে বয়কট করা নিয়ে বিভক্ত ইন্ডিয়া? নীতীশের মন্তব্যের পরই সাফাই কংগ্রেসের
পবন খেরা ও নীতীশ কুমার।

Follow Us

নয়া দিল্লি: সংবাদমাধ্যমের একাংশকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী জোটের নেতারা। গত বুধবার দিল্লিতে শরদ পওয়ারের (Sharad Pawar) বাসভবনে সমন্বয় কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এবার এই সিদ্ধান্ত নিয়ে বিপরীত মন্তব্য শোনা গেল জেডি(ইউ) প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের গলায়। আবার এই ধরনের সিদ্ধান্তের কার্যত সাফাই দিলেন কংগ্রেস নেতা পবন খেরা। এটা বয়কট নয় বলেও দাবি জানান তিনি।

সংবাদমাধ্যমের একাংশকে বয়কট করার সিদ্ধান্ত জানিয়ে ইতিমধ্যে সঞ্চালকদের একটি তালিকা প্রকাশ করেছে ইন্ডিয়া জোট। যা নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়েছে। ঘৃতাহুতি করতে শুরু করেছে বিজেপিও। এপ্রসঙ্গে শনিবার ব্যক্তিগত মতামত প্রকাশ করলেন জেডি(ইউ) সুপ্রিমো তথা বিরোধী জোটের অন্যতম হোতা নীতীশ কুমার। তিনি বলেন, “এই বিষয়ে আমার কোনও ভাবনা নেই। আমি সাংবাদিকদের সমর্থন করি। সবাই যখন পূর্ণ স্বাধীনতা পায়, তখন সাংবাদিকেরা তাঁদের মতো লিখবেন।” এই বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রীর পাল্টা প্রশ্ন, “তাঁরা কি নিয়ন্ত্রিত? আমি কি কখনো এটা করেছি? তাঁদের অধিকার আছে, আমি কারও বিরুদ্ধে নই।”

সনাতন ধর্ম নিয়ে মন্তব্যের পর এবার সাংবাদিকের একাংশকে বয়কট করা নিয়ে ইন্ডিয়া শিবির যে দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, তা নীতীশ কুমারের এদিনের মন্তব্যেই স্পষ্ট বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। যদিও বিষয়টিতে সাফাই দিয়ে কংগ্রেস নেতা পবন খেরা বলেন, “আমরা কাউকে নিষিদ্ধ, বয়কট বা কালো তালিকাভুক্ত করিনি। এটা অসহযোগিতার আন্দোলন, কেউ যদি সমাজে ঘৃণা ছড়ায়, তাদের সঙ্গে আমরা সহযোগিতা করব না।” যাঁদের বয়কট করে হয়েছে তাঁরা ‘শত্রু নন’ বলেও উল্লেখ করেছেন কংগ্রেস নেতা।

মূলত, দু-দিন ব্যাপী কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে এদিন সাংবাদিক সম্মেলন করে সংবাদমাধ্যমের একাংশকে বয়কট করা নিয়ে মুখ খোলেন পবন খেরা। তিনি বলেন, “কোনও কিছুই স্থায়ী নয়। যদি আগামী কাল তারা বোঝে যে তারা যেটা করছে সেটা ইন্ডিয়ার জন্য ঠিক নয়, তাহলে আমরা তাঁদের শোয়ে যোগ দিতে শুরু করব।”

Next Article