INDIA Alliance to Meet President: সংসদের বাইরেও মণিপুর নিয়ে কেন্দ্রকে চাপে রাখার চেষ্টা, আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ‘ইন্ডিয়া’র প্রতিনিধিদের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 02, 2023 | 7:12 AM

Manipur Violence: সূত্রের খবর, আজ সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। তাঁরা মূলত মণিপুরের হিংসা, সম্প্রতিই হরিয়ানায় অশান্তি ও সংসদের কার্যাবলী সঠিকভাবে না হওয়া নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অভিযোগ জানাবেন।

INDIA Alliance to Meet President: সংসদের বাইরেও মণিপুর নিয়ে কেন্দ্রকে চাপে রাখার চেষ্টা, আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইন্ডিয়ার প্রতিনিধিদের
মণিপুরে ইন্ডিয়ার প্রতিনিধি দল।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: মণিপুর ইস্যু (Manipur Violence) নিয়ে কেন্দ্রকে একঘরে করতে এককাট্টা বিরোধীরা (Opposition Parties)। চলতি বাদল অধিবেশন (Monsoon Session of Parliament) শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই মণিপুরের অশান্তি ও হিংসা নিয়ে আলোচনার দাবি জানিয়ে বিরোধীদের বিক্ষোভে উত্তাল হচ্ছে সংসদের দুই কক্ষ। এবার সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (INDIA)। আজ, বুধবার ইন্ডিয়া জোটের সদস্যরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। এদের মধ্যে উপস্থিত থাকবেন ২১ জন সাংসদ, যারা সম্প্রতিই মণিপুরে গিয়েছিলেন পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে।

মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই মঙ্গলবার বিরোধী জোটের তরফে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সময় চান। সেই আবেদন মেনেই রাষ্ট্রপতি বুধবারের সময় দেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের।

সূত্রের খবর, আজ সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। তাঁরা মূলত মণিপুরের হিংসা, সম্প্রতিই হরিয়ানায় অশান্তি ও সংসদের কার্যাবলী সঠিকভাবে না হওয়া নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অভিযোগ জানাবেন। গত সপ্তাহেই হিংসা বিধ্বস্ত মণিপুরে ‘ইন্ডিয়া’র যে ২১ সাংসদের প্রতিনিধি দল গিয়েছিলেন, তাঁরাও আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে উত্তর-পূর্বের রাজ্যের পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা দেবেন।

প্রসঙ্গত, বাদল অধিবেশনের শুরু থেকেই বিরোধী দলগুলি মণিপুর ইস্যু নিয়ে আলোচনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবি জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। গত ২৬ জুলাই কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ও বিআরএস সাংসদ নাগেশ্বর রাও কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন।  মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লা জানান, আগামী ৮ অগস্ট এই অনাস্থা প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা হবে। আগামী ১০ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে অনাস্থা প্রস্তাবের জবাবি বক্তব্য রাখবেন।

Next Article