PM Modi in Germany : ১০.৫ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর ভারত-জার্মানির, ‘সাফল্যের উদাহরণ’, বললেন মোদী

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 02, 2022 | 11:55 PM

PM Modi in Germany : স্বচ্ছ জ্বালানির ব্যবহার বৃ্দ্ধির লক্ষ্যে ভারত-জার্মানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হল। এই চুক্তি অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ভারত জার্মানির থেকে ১০.৫ বিলিয়ন ডলার পাবে।

PM Modi in Germany : ১০.৫ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর ভারত-জার্মানির, সাফল্যের উদাহরণ, বললেন মোদী
ছবি সৌজন্যে : PTI

Follow Us

নয়া দিল্লি ও বার্লিন : বিশ্বের বিভিন্ন জটিলতার মাঝে সাফল্যের উদাহরণ হতে পারে ভারত এবং জার্মানির মধ্যকার অংশীদারিত্ব। এদিন জার্মানির সঙ্গে ১০.৫ বিলিয়ন ডলার মূল্যের চুক্তি স্বাক্ষরের পর এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চুক্তি অনুযায়ী, স্বচ্ছ জ্বালানির ব্যবহার বৃ্দ্ধির লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে ভারত জার্মানির থেকে ১০.৫ বিলিয়ন ডলার পাবে। দুই দেশের মধ্যে এদিন একাধিক ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরিত হয়। মূলত স্থিতিশীল উন্নয়নের উপর নজর দিয়ে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। উল্লেখ্য, এদিন আন্তঃসরকারি পরামর্শের ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশনে মুখোমুখি বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ়। সেই অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী মোদী জার্মানিকে ভারতে এসে ‘আত্মনির্ভর অভিযানে’ অংশ নেওয়ার আহ্বানও জানান।

এদিন জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী এক টুইট বার্তায় লেখেন, “ষষ্ঠ ভারত-জার্মানি আন্তঃসরকারি পরামর্শ ফলপ্রসূ হয়েছে। জার্মানি এবং ভারতের আধিকারিক, জার্মানির একাধিক মন্ত্রী এবং চ্যান্সেলর স্কোলজ়ের সঙ্গে আমি স্থিতিশীল উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আরও অনেক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছি৷” এদিকে প্রধানমন্ত্রী এদিন বৈঠক প্রসঙ্গে আরও বলেন, “আজকের আলোচনায় ব্যবসা, বাণিজ্য, উদ্ভাবন, সংস্কৃতি এবং দুই দেশের মানুষের সংযোগ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। ভারত ও জার্মানি বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করছে। এই অংশীদারিত্বে আমাদের সমগ্র গ্রহ উপকৃত হবে।”

এদিকে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর বিদেশ মন্ত্রক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, যৌথ সম্মেলনে দুই নেতাই তাঁদের বক্তব্যের সূচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের মূল দিকগুলি তুলে ধরেন এবং সেই সাথে অধিবেশন চলাকালীন আঞ্চলিক এবং বিশ্বের যেসব ইস্যু নিয়ে আলোচনা হয়, তা নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এদিকে বৈঠকে অংশ গ্রহণকারী মন্ত্রী ও কর্মকর্তারা তাদের বৈঠকের সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন নিজ নিজ ক্ষেত্রে। ভারতের পক্ষ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বিজ্ঞান ও প্রযুক্তি এবং আর্থ সায়েন্সের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) জিতেন্দ্র সিং এবং শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগের সচিব (ডিপিআইআইটি) অনুরাগ জৈন প্রেজেন্টেশন পেশ করেন আজ।

আরও পড়ুন : PM Modi in Germany : জার্মানিতে পা রাখতেই খুদেদের ভিড়, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শিশুদের সঙ্গে মজলেন প্রধানমন্ত্রী মোদী

Next Article