INDIA Bloc Meeting: মান ভাঙল তৃণমূলের, আবার একজোট INDIA, শনিতে ভার্চুয়াল বৈঠকে বিরোধী নেতারা
INDIA Bloc Meeting: ভার্চুয়াল বৈঠকে যোগ দেবে তৃণমূল কংগ্রেসও। জল্পনা শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের এই বৈঠকে যোগ দিতে পারেন।

নয়া দিল্লি: আবার এক হচ্ছে ইন্ডিয়া জোট? সংসদের বাদল অধিবেশনের আগে ফের বৈঠকে ইন্ডিয়া জোট। শনিবার সন্ধ্যায় ইন্ডিয়া পার্টির শীর্ষ নেতৃত্বের বৈঠক হতে চলেছে। তবে মুখোমুখি নয়, ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক হবে। কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ইন্ডিয়ার জোট বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেন কিনা নজর সেদিকেই।
জানা গিয়েছে, বাদল অধিবেশনের আগে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতেই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। একইসঙ্গে বিহার ভোটের আগে বিরোধী ঐক্যের ছবি তুলে ধরতেই ফের ইন্ডিয়ার জোট নেতৃত্বের বৈঠক বলে ব্যাখ্যা রাজনৈতিক মহলের।
প্রথমে এই বৈঠক দিল্লিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে হওয়ার কথা ছিল, কিন্তু ইন্ডিয়া জোটের একাধিক নেতাই জানান যে এত কম সময়ে তাদের পক্ষে দিল্লিতে যাওয়া সম্ভব নয়। এরপরই ভার্চুয়ালি বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়। অফলাইনে বৈঠকে যোগ দিতে রাজি হননি, তবে অনলাইনে বৈঠক করার সিদ্ধান্তের পর বৈঠকে যোগ দিতে রাজি হন অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, এমকে স্ট্যালিন।
ভার্চুয়াল বৈঠকে যোগ দেবে তৃণমূল কংগ্রেসও। জল্পনা শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের এই বৈঠকে যোগ দিতে পারেন। উল্লেখ্য, যদি তৃণমূল এই বৈঠকে যোগ দেয়, তবে তা লোকসভা নির্বাচনের পর প্রথমবার ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়া হবে। গত অধিবেশনগুলিতে ইন্ডিয়া জোটের থেকে দূরত্বই রেখেছিল তৃণমূল কংগ্রেস।
তবে আপ আদমি পার্টির কেউ এই বৈঠকে যোগ দেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। সূত্রের খবর, কংগ্রেসের তরফে আম আদমি পার্টির সঙ্গে যোগাযোগ করা হলেও, কোনও সদুত্তর মেলেনি।
দিল্লি নির্বাচন চলাকালীন গত বাজেট অধিবেশন এবং তার আগে শীতকালীন অধিবেশন চলার সময়ও ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতারাও এক টেবিলে বৈঠকে বসেননি।

