India-China Relations: ‘ভারত ও চিনের সম্পর্ক কখনও স্বাভাবিক হবে না যদি…’, বেজিংকে বার্তা জয়শঙ্করের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

May 06, 2023 | 5:54 AM

S Jaishankar: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) সামিটের চলাকালীনই বৈঠকে বসেছিলেন ভারত ও চিনের বিদেশমন্ত্রী। তাজ এক্সোটিকা রিসোর্টে হয়েছে সেই বৈঠকে। প্রায় আধ ঘণ্টার বেশি চলা সেই বৈঠকে বিভিন্ন বিষয় উঠে আসে জয়শঙ্কর ও গ্যাংয়ের আলোচনায়।

India-China Relations: ‘ভারত ও চিনের সম্পর্ক কখনও স্বাভাবিক হবে না যদি...’,  বেজিংকে বার্তা জয়শঙ্করের
চিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বললেন জয়শঙ্কর

Follow Us

নয়াদিল্লি: ভারত ও চিনের সম্পর্ক স্বাভাবিক নয়। সীমান্তে শান্তি ফেরা অবধি তা স্বাভাবিক হতে পারে না। শুক্রবার এমনই কথা শোনা গেল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গলায়। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক শুক্রবার হয়েছে গোয়াতে। সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেছেন বিদেশমন্ত্রী। এ ব্যাপারে জয়শঙ্কর বলেছেন, “ভারত ও চিনের সম্পর্ক স্বাভাবিক নয়। সীমান্ত এলাকায় যদি শান্তি বিঘ্নিত হয়, স্থিতাবস্থা বিরাজ না করে, তাহলে তা স্বাভাবিক হতে পারবে না।” প্রসঙ্গত চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাং বৃহস্পতিবার পূর্ব লাদাখে সীমান্ত সমস্যা মিটিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর শান্তি ফিরিয়ে ভারত ও চিনের সম্পর্ক স্বাভাবিকের বার্তা দিয়েছিলেন। জয়শঙ্করের বিবৃতি চিনা বিদেশমন্ত্রীর মন্তব্যের জবাব বলেই মত বিশ্লেষকদের।

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) সামিটের চলাকালীনই বৈঠকে বসেছিলেন ভারত ও চিনের বিদেশমন্ত্রী। তাজ এক্সোটিকা রিসোর্টে হয়েছে সেই বৈঠকে। প্রায় আধ ঘণ্টার বেশি চলা সেই বৈঠকে বিভিন্ন বিষয় উঠে আসে জয়শঙ্কর ও গ্যাংয়ের আলোচনায়। সেই বৈঠক নিয়ে একটি টুইটও করেছেন জয়শঙ্কর। সেই টুইটে তিনি জানিয়েছেন, কিছু পড়ে থাকা বিষয়ে সমাধান এবং সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা নিয়ে তিনি আলোচনা করেছেন চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে। এ নিয়ে জয়শঙ্কর বলেছেন, “সীমান্ত পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে খোলাখুলি আলোচনা হয়েছে। আমরা সেই বিচ্ছিন্ন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চাই।”

গত দুমাসে এ নিয়ে দুবার মুখোমুখি হলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাং। জি২০ সম্মেলনের বিদেশমন্ত্রীদের বৈঠকে উপস্থিত থাকতে মার্চ মাসে ভারতে এসেছিলেন চিনা বিদেশমন্ত্রী। তখনও জয়শঙ্করের সঙ্গে কথা হয়েছিল তাঁর। এ বার এসসিও সামিটে ফের মুখোমুখি দুই বিবাদমান রাষ্ট্রের বিদেশমন্ত্রী।

Next Article