নয়া দিল্লি: করোনায় অর্থনীতি কুপোকাত হলেও ধীরে দীরে সেই ধাক্কা কাটিয়ে উঠছে দেশ। চলতি অর্থবর্ষের প্রথম দুই দফায় জিডিপির সূচক ঋণাত্বকে থাকলেও তৃতীয় দফায় জাতীয় গড় উৎপাদন বা ডিজিপি(GDP)-র বৃদ্ধি হল ০.৪ শতাংশ। ফলে চলতি অর্থবর্ষের গড় জিডিপি বৃদ্ধিও ৮ শতাংশের আশেপাশে থাকবে বলেই অনুমান।
২০২০-২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (3rd Quarter) জিডিপি সঙ্কোচনের হার তলানিতে পৌঁছেছিল । করোনা সংক্রমণ (COVID-19) ও লকডাউন (Lockdown)-র কারণে রেকর্ড পতনে জিডিপির সঙ্কোচন বা ঋণাত্মক বৃদ্ধি হয়েছিল ২৩.৯ শতাংশ। তবে দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে জিডিপি সঙ্কোচন অনেকটাই কমে মাইনাস ৭.৫ শতাংশে পৌঁছেছিল। সেই সময়ই অর্থনীতিবিদরা জানিয়েছিলেন, তৃতীয় ত্রৈমাসিক এবং পরবর্তী সময়ে এই হার ক্রমশই ঊর্ধ্বমুখী থাকবে।
শুক্রবার কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তথ্যে দেখা গেল, প্রতিশ্রুতি মতোই ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। ন্যাশনাল স্ট্যাটিসটিকাল অফিসের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবর্ষের তৃতীয় দফার তুলনায় চলতি অর্থবর্ষের তৃতীয় দফায় জিডিপি ৩.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতেই চলতি অর্থবর্ষের শেষে জিডিপি মাইনাস ৮-এ থাকতে পারে বলে অনুমান করেছেন অর্থনীতি বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: Assembly Elections Date 2021: বাংলায় রেকর্ড, এ বার ৮ দফায় বিধানসভা নির্বাচন
গত ৫ ফেব্রুয়ারি মনিটারি পলিসি রিভিউ করে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া(Reserve Bank ofIndia)-র তরফে আগামী অর্থবর্ষ অর্থ্যাৎ ২০২১-২২ অর্থবছরে জিডিপির বৃদ্ধি ১০.৫ শতাংশ হতে পারে বলে অনুমান করা হয়। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি ঋণাত্বক গণ্ডি পার করে আসায় অর্থনীতিবিদরা আনুমানিক জিডিপি বৃদ্ধির সীমা বাড়িয়েছে।
রেটিং সংস্থা মুডির তরফেও তাদের পূর্বাভাষ পুনর্বিবেচনা করে মাইনাস ১০ শতাংশ থেকে বাড়িয়ে মাইনাস ৭ শতাংশ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আগামী অর্থবর্ষে ১৩.৭ শতাংশ বৃদ্ধির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
বর্তমানে ২০২০-২১ অর্থবর্ষে মোট জিডিপি ১৩৪.০৯ লাখ কোটি টাকা হতে পারে বলে অনুমান করা হয়েছে। গত অর্থবর্ষে এই অঙ্কই ছিল ১৪৫.৬৯ লাখ কোটি টাকা। অন্যদিকে, ২০১৯-২০ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় চলতি অর্থবর্ষের তৃতীয ত্রৈমাসিকে বৃদ্ধি ৩৬.০৮ লাখ কোটি থেকে বেড়ে ৩৫.২২ লাখ কোটি টাকা হয়েছে। এই হিসাবেই চলতি বছরে জিডিপির সংকোচনের হার ৮ শতাংশের কম হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: প্রায় ২ হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স, ১১ মাসে সবচেয়ে খারাপ দিন শেয়ার বাজারে