প্রায় ২ হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স, ১১ মাসে সবচেয়ে খারাপ দিন শেয়ার বাজারে

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 26, 2021 | 6:04 PM

আজ বাজার খুলতেই ধস নামে সেনসেক্স (Sensex) সূচকে। সারাদিনই নিম্নমুখেই গড়াতে থাকে সূচক। বিকেলে সেনসেক্স ১৯৩৯ পয়েন্ট কমে ৫০ হাজারের নিচে সূচক নেমে আসে। বাজার বন্ধ হয় ৪৯,০৯৯ অঙ্কে। নিফটি (Nifty)-ও ৫৮৬ পয়েন্ট হ্রাস পেয়ে ১৪,৫২৯-এ পৌঁছয়।

প্রায় ২ হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স, ১১ মাসে সবচেয়ে খারাপ দিন শেয়ার বাজারে
ফাইল চিত্র।

Follow Us

মুম্বই: করোনার ধাক্কায় ব্যাপক ধস শেয়ার বাজারে। বিগত তিন সপ্তাহ ধরেই সেনসেক্সের সূচক নিম্নমুখী থাকলেও আজ বাজার খুলতেই হুড়মুড়িয়ে নামতে থাকে সেনসেক্স-নিফটি সূচক (Sensex-Nifty)। দুপুরেই প্রায় এক হাজার পয়েন্ট পড়ে যায় সেনসেক্সের সূচক। বিকেলে তা আরও কমে মোট ২১৪৯ পয়েন্টের পতন হয়। দিনের শেষে সেনসেক্স সূচক কমে দাঁড়ায় ৪৯,০৯৯.৯৯ অঙ্কে। একইসঙ্গে পতন হয়েছে নিফটির সূচকেও। ৫৬৮ পয়েন্ট কমে তা ১৪,৫০০-এ দাঁড়ায়।

গতবছর করোনাকালে বাজার ঝিমিয়ে পড়ার পর আনলক পর্বে বেশ কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল দালাল স্ট্রিট। বাজেটের আগেই ৫০ হাজারের গণ্ডি পার করেছিল সেনসেক্স। বাজেট পরবর্তী সময়েও বেশ কিছুদিন দুই সূচকই উর্ধ্বমুখী ছিল। কিন্তু ক’দিন কাটতেই ফের বাজারে মন্দা দেখা দেয়। শুক্রবার শেয়ার বাজার যে পতন দেখল, তা শেষবার গতবছরের ৩০ মার্চ দেখা গিয়েছিল।

আরও পড়ুন: Assembly Elections Date 2021: বাংলায় রেকর্ড, এ বার ৮ দফায় বিধানসভা নির্বাচন

গতকাল বাজার বন্ধ হয়েছিল ৫০,০৩৯ সূচকে এবং নিফটিও ১১৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৫,০৯৭ সূচকে পৌঁছেছিল। কিন্তু আজ বাজার খুলতেই ধস নামে সেনসেক্স সূচকে। সারাদিনই নিম্নমুখেই গড়াতে থাকে সূচক। বিকেলে সেনসেক্স ১৯৩৯ পয়েন্ট কমে ৫০ হাজারের নিচে সূচক নেমে আসে। বাজার বন্ধ হয় ৪৯,০৯৯ অঙ্কে। নিফটিও ৫৮৬ পয়েন্ট হ্রাস পেয়ে ১৪,৫২৯-এ পৌঁছয়।

শুক্রবার সেনসেক্স-নিফটি সূচকের পতনে সবথেকে ক্ষতিগ্রস্থ হয়েছে ব্যাঙ্কিং ক্ষেত্রগুলিই। ইন্ডাসিন্ড ব্যাঙ্ক (IndusInd Bank), অ্যাক্সিস ব্যাঙ্ক(Axis Bank), এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank), এসবিআই (SBI), আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) সবথেকে বেশি শেয়ার হারিয়ে ক্ষতির মুখে পড়ে। জেট এয়ারওয়েজ (Jet Airways)-রও শেয়ার মূল্যে প্রায় ৫ শতাংশ পতন হয়েছে। তবে মন্দার বাজারেও লাভের মুখ দেখেছে আল্ট্রাটেক সিমেন্ট (UltraTech Cement), সান ফার্মা (Sun Pharma) ও ডঃ রেড্ডি (Dr: Reddy’s)-র মতো হাতে গোনা কয়েকটি সংস্থা।

বাজারে ব্যাপক পতনের পিছনে জিডিপির তৃতীয় দফা ঘোষণা, আন্তর্জাতিক মহলে উত্তেজনা ও করোনা সংক্রমণকেই দায়ী করা হয়েছে।

আরও পড়ুন: ভোল বদলাচ্ছে কো-উইন অ্যাপ, শনি ও রবিবারে দেশজুড়ে বন্ধ টিকাকরণ

Next Article