দৈনিক করোনা টিকাকরণে আমেরিকাকেও টেক্কা দিয়ে বিশ্বে প্রথম ভারত

সুমন মহাপাত্র |

Apr 07, 2021 | 8:36 PM

ভারতের 'জন আন্দোলন' আমেরিকার গতিকেও হার মানিয়েছে।

দৈনিক করোনা টিকাকরণে আমেরিকাকেও টেক্কা দিয়ে বিশ্বে প্রথম ভারত
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্য়া বাড়ছে। তার সঙ্গেই দ্রুত গতিতে চলছে করোনা (COVID) টিকাকরণ। সেই গতিতে আমেরিকাকেও ছাপিয়ে গিয়েছে ভারত। যার মাধ্যমে বিশ্বে দৈনিক টিকাকরণে শীর্ষস্থান দখল করেছে ভারত। দেশে এখন রোজ গড়ে ৩০ লক্ষ ৯৩ হাজার ৮০০-র বেশি মানুষ করোনা টিকা পাচ্ছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর আমেরিকায় বেড়েছিল করোনা টিকাকরণের গতি। খোদ প্রেসিডেন্ট জো বাইডেন টুইট করে জানিয়েছেন, ২০২১ সালের এপ্রিল মাসের ১৯ তারিখের মধ্যেই আমেরিকার প্রত্যেক প্রাপ্তবয়স্ক করোনা টিকা পেয়ে যাবেন। সেই লক্ষ্যমাত্রা পূরণের জন্য আমেরিকায় ঝড়ের গতিতে করোনা টিকাকরণ হচ্ছে। তবে ভারতের ‘জন আন্দোলন’ সেই গতিকেও হার মানিয়েছে। এ পর্যন্ত দেশে মোট করোনা টিকা পেয়েছেন ৮ কোটি ৭০ লক্ষ ৭৭ হাজার ৪৭৪ জন।

দেশে এ পর্যন্ত মোট ১৩ লক্ষ ৩২ হাজার ১৩ লক্ষ ৩২ হাজার ১৩০টি টিকাকরণ সেশন আয়োজিত হয়েছে। যার মধ্যে ৮৯ লক্ষ ৬৩ হাজার ৭২৪ জন স্বাস্থ্যকর্মী টিকার প্রথম ডোজ় নিয়েছেন। ৫৩ লক্ষ ৯৪ হাজার ৯১৩ জন স্বাস্থ্যকর্মী টিকার দ্বিতীয় ডোজ়ও পেয়ে গিয়েছেন। ৯৭ লক্ষ ৩৬ হাজার ৬২৯ জন প্রথম সারির যোদ্ধা ইতিমধ্যে করোনা টিকার প্রথম ডোজ় পেয়েছেন। ৪৩ লক্ষ ১২ হাজার ৮২৬ জন প্রথম সারির যোদ্ধার টিকার দ্বিতীয় ডোজ় পেয়েছেন। ষাটোর্ধ্ব ৩ কোটি ৫৩ লক্ষ ৭৫ হাজার ৯৫৩ জন প্রবীণ করোনা টিকার প্রথম ডোজ় পেয়েছেন। করোনা টিকার প্রথম ডোজ় পেয়েছেন ৪৫-ঊর্ধ্ব কিন্তু ষাটের কম ২ কোটি ১৮ লক্ষ ৬০ হাজার ৭০৯ জন। ভারতের এই দ্রুত টিকাকরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘সঙ্কট মোচন’ তকমা দিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুক্তার আব্বাস নকভি। তাঁর মতে, বিশ্বের বৃহত্তম টিকাকরণে প্রধানমন্ত্রী ‘সঙ্কট মোচনের’ ভূমিকা পালন করছেন।

স্রেফ গত ২৪ ঘণ্টাতেই করোনা টিকা পেয়েছেন ৩৩ লক্ষ ৩৭ হাজার ৬০১ জন। তবে টিকায় দ্রুততা থাকলেও সম্ভব হচ্ছে না করোনা রোখা। গত ২৪ ঘণ্টাতেই করোনা আক্রান্তর রেকর্ড দেখেছে দেশ। আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ৭৩৬ জন, যা এ পর্যন্ত সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৩০ জন। দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৮ লক্ষ ১ হাজার ৭৮৫ জন। মৃত্যু হয়েছে মোট ১ লক্ষ ৬৬ হাজার ১৭৭ জন।

আরও পড়ুন: ১০ দিনের লকডাউন রায়পুরে, কী কী বিধিনিষেধ জারি হল জেলায়?

Next Article