COVID-19 cases in India : ৫ দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজারের নীচে, গত ২৪ ঘণ্টায় মৃত ২০

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

May 03, 2022 | 10:46 AM

COVID-19 cases in India : গত কয়েকদিনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজারের উপরে থাকায় মানুষের মনে আশঙ্কা বাড়ছিল। তবে সাধারণ মানুষকে আশ্বস্ত করে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, করোনার সংখ্যা বৃদ্ধি হলেও এটা চতুর্থ ঢেউ নয়।

COVID-19 cases in India : ৫ দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজারের নীচে, গত ২৪ ঘণ্টায় মৃত ২০
ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি : গত কয়েকদিন দুশ্চিন্তা বাড়ানোর পর আজ কিছুটা স্বস্তি দিল করোনার দৈনিক সংক্রমণ (COVID-19)। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬৮ জন। যা আগের দিনের চেয়ে ১৮.৭ শতাংশ কম। পাঁচদিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা নামল তিন হাজারের নীচে। গত বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৯২৭। তার পর টানা পাঁচদিন দৈনিক আক্রান্ত ৩ হাজারের উপরে ছিল। আজ, মঙ্গলবার সেই সংখ্যা নেমে এল আড়াই হাজারে। সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লক্ষ ৮৪ হাজার ৯১৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০ জনের। সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৮৮৯ জন।

দেশে দৈনিক আক্রান্তের সংখ্যায় কিছুটা স্বস্তি এলেও রাজধানী দিল্লির করোনা সংখ্যা নিয়ে উদ্বেগ থাকছেই। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬ জন। এরপর রয়েছে হরিয়ানা। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। কেরলে ২৫০ জন গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯৩। কর্ণাটকেও দৈনিক আক্রান্তের সংখ্যা একশোর বেশি। গত ২৪ ঘণ্টায় দাক্ষিণাত্যের এই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১১১ জন। নতুন আক্রান্তের ৮০.৫৮ শতাংশ শুধু এই ৫ রাজ্য থেকে। এর মধ্যে দিল্লি একাই ৪১.৯ শতাংশ।

দৈনিক আক্রান্তের মতো স্বস্তি বাড়ছে সুস্থতার হারেও। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯১১ জন। সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ২৫ লক্ষ ৪১ হাজার ৮৮৭ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ১৩৭। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা ভ্যাকসিনের ১৬ লক্ষ ২৩ হাজার ৭৯৫ ডোজ দেওয়া হয়েছে।

গত কয়েকদিনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজারের উপরে থাকায় মানুষের মনে আশঙ্কা বাড়ছিল। দেশে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়বে কি না, তা নিয়ে শঙ্কা বাড়ে। তবে সাধারণ মানুষকে আশ্বস্ত করে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, করোনার সংখ্যা বৃদ্ধি হলেও এটা চতুর্থ ঢেউ নয়। আইসিএমআর-এর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল সমীরণ পান্ডা বলেন, বর্তমানের এই দৈনিক আক্রান্তের সংখ্যার জেরে দেশে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে বলা যায় না।

আরও পড়ুন : CM Mamata Banerjee: ‘আমি চাই সাচ্চে দিনের সঙ্গে আচ্ছে দিন আসুক’, ঈদের শুভেচ্ছা জানিয়ে রেড রোড থেকে বার্তা মমতার

Next Article