India’s COVID-19 Case: প্রায় ৪০ শতাংশের লাফ দৈনিক সংক্রমণে, একদিনেই আক্রান্ত ৭ হাজারের বেশি

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 09, 2022 | 2:14 PM

India's COVID-19 Case: গত ২৪ ঘণ্টাতেই ফের ৪০ শতাংশ বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্য়া। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭২৪০ জন।

Indias COVID-19 Case: প্রায় ৪০ শতাংশের লাফ দৈনিক সংক্রমণে, একদিনেই আক্রান্ত ৭ হাজারের বেশি

Follow Us

নয়া দিল্লি: ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা সংক্রমণ। বুধবারই দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বেড়ে ৫ হাজারের গণ্ডি পার করেছিল। গত ২৪ ঘণ্টাতেই ফের  ৩৮ শতাংশ বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্য়া। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭২৪০ জন। এক ধাক্কায় ফের অনেকটা সংক্রমণ বাড়ায় বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ হাজার ৪৯৮-এ।

গতকালই ৯৪ দিন বাদে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ হাজারের গণ্ডি পার করেছিল। এদিন তা আরও ৩৮ শতাংশ বৃদ্ধি পায়। এই নিয়ে জুনের শুরু থেকে এখনও অবধি দেশে মোট ৩৯ হাজার ৪০০ জন আক্রান্তের খোঁজ মিলেছে। কেবল এক সপ্তাহেই নতুন করে ২০ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বুধবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৩৬৪১ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩২ হাজার ৪৯৮। মোট আক্রান্তের সংখ্যার ০.০৭ শতাংশ সক্রিয় রোগী। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৮ জনের। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭২৩-এ।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৫০০-রও বেশি মানুষ। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৭২ শতাংশ। দেশের দৈনিক সংক্রমণের হার ১.৬৭ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হারও ১.১২ শতাংশে বেড়ে দাঁড়িয়েছে।

রাজ্যভিত্তিক সংক্রমণ:

Next Article