Delhi Viral Video: পিছমোড়া করে বাঁধা হাত-পা, কাঠফাটা রোদেই ছাদে পড়ে রইল একরত্তি, কী কারণে এমন অমানবিক শাস্তি?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 09, 2022 | 8:53 AM

Delhi Viral Video: কাঠফাটা রোদে যেখানে সকলের প্রাণ ওষ্ঠাগত, সেখানেই ছাদে পড়ে রয়েছে একরত্তি শিশুটি। হাত-পা বাঁধা দড়়ি দিয়ে, বাঁধনমুক্ত হওয়ার জন্য শিশুটি ছটফট করলেও কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছিল না।

Delhi Viral Video: পিছমোড়া করে বাঁধা হাত-পা, কাঠফাটা রোদেই ছাদে পড়ে রইল একরত্তি, কী কারণে এমন অমানবিক শাস্তি?
ছাদে এভাবেই পড়েছিল শিশুটি। ছবি: টুইটার

Follow Us

নয়া দিল্লি: পিছমোড়া করে বাঁধা হাত-পা। ছটফট করলেও খোলার উপায় নেই। তপ্ত রোদে খোলা ছাদে এই অবস্থাতেই পড়ে রয়েছে পাঁচ বছরের এক শিশু পড়ে রয়েছে। রোদে গা-হাত-পা পুড়ে যাচ্ছে, যন্ত্রণায় চিৎকার করলেও শুনছে না কেউই। বুধবার এমনই এক অমানবিক দৃশ্য ধরা পড়ল রাজধানীর বুকে। ইন্টারনেটে ওই শিশুটির হাত-পা বাঁধা ছবি ভাইরাল হতেই তোলপাড় হয় নেটদুনিয়া। পুলিশের নজরেও ছবিটি আসতেই ওই শিশুর পরিবারকে খুঁজে বের করা হয়। জানা যায়, হোমওয়ার্ক না করায় সন্তানকে এমন অমানবিক ‘শাস্তি’ দিয়েছিলেন মা।

কাঠফাটা রোদে যেখানে সকলের প্রাণ ওষ্ঠাগত, সেখানেই ছাদে পড়ে রয়েছে একরত্তি শিশুটি। হাত-পা বাঁধা দড়়ি দিয়ে, বাঁধনমুক্ত হওয়ার জন্য শিশুটি ছটফট করলেও কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছিল না। সরাসরি সূর্যালোকের নীচেই দীর্ঘক্ষণ শুয়ে থাকায়, শিশুটির হাত-পা রোদে পুড়তে শুরু করেছিল। শরীরে জ্বালা-পোড়া শুরু হওয়ায় চিৎকার করতে শুরু করে সে। কিন্তু তাতেও মন গলেনি মায়ের। সন্তানকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে আসেননি তিনি।

শিশুটির উপর ওই অত্যাচারের ছবি ও ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। খোঁজ শুরু করা হয় ওই শিশু ও তাঁর পরিবারের। প্রথমে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছিল যে দিল্লির কারওয়াল নগর এলাকার ঘটনা এটি। গত ২ জুন এই ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ ওই অঞ্চলে খোঁজ-খবর নিয়ে এমন কোনও তথ্যই জানতে পারেনি। শেষ অবধি জানা যায়, খাজুরি খাস এলাকার ভিডিয়ো এটি। ভিডিয়ো দেখেই পুলিশ ঘটনাস্থলে যায়, সেখানে শিশুটির মাকে জেরা করে জানা যায় যে পাঁচ বছরের মেয়ে হোমওয়ার্ক না করায়, তিনি শাস্তি হিসাবে ছাদে হাত-পা বেঁধে ফেলে রেখেছিলেন। মাত্র ৫-৭ মিনিটের জন্যই তিনি এই শাস্তি দিয়েছিলেন।

প্রায় ২৫ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিয়োটি আশেপাশের কোনও একটি বাড়ি থেকে রেকর্ড করা হয়েছিল। দুপুর ২টো নাগাদ ওই শিশুটিকে তাঁর মা ছাদে ফেলে রেখে যায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হতেই নেটাগরিকরা অভিভাবকের কড়া শাস্তির দাবি জানান। পরে পুলিশ সূত্রে যখন জানা যায় যে শিশুটির মা-ই এই ধরনের অমানবিক শাস্তি দিয়েছে,তখন আরও হতবাক হয়ে যান তারা। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Next Article