India on China: নাম বদলে কী প্রমাণ করতে চাইছে চিন? বেজিং-এর কার্যকলাপকে ‘সেন্সলেস’ বলল ভারত

India on China: সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও এ বিষয়ে কটাক্ষ করেছেন চিনকে। তিনি জানিয়েছেন, নাম বদলে দিলেও কোনও জায়গা দখল করে নেওয়া যায় না। কটাক্ষ করে তিনি বলেন, "আমি যদি আপনার বাড়ির নামটা বদলে দিই, তাহলে কি সেটা আমার হয়ে যাবে?"

India on China: নাম বদলে কী প্রমাণ করতে চাইছে চিন? বেজিং-এর কার্যকলাপকে 'সেন্সলেস' বলল ভারত
চিনকে বার্তা ভারতেরImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Updated on: Apr 02, 2024 | 1:45 PM

নয়া দিল্লি: অরুণাচল প্রদেশের একের পর এক জায়গার নাম বদলে দিচ্ছে চিন। প্রকাশ করছে নতুন নামের সেই তালিকা। নাম বদলে দিয়ে সে সব জায়গা নিজেদের বলে দাবি করে বসছে চিন। এই পরিস্থিতিতে ফের একবার বেজিং-কে কড়া বার্তা দিল ভারত। নাম বদলে একই দাবি যতবার ইচ্ছে করুক চিন, তাতে নয়া দিল্লি তার অবস্থান থেকে সরবে না বলে জানিয়ে দিয়েছে। বিদেশ মন্ত্রকের তরফ থেকে এ বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে চিনকে ‘সেন্সলেস’ বলে উল্লেখ করেছে ভারত।

সম্প্রতি চিন অরুণাচলের ৩০টি জায়গার নতুন নামকরণ করে তালিকা প্রকাশ করেছে। বিদেশ মন্ত্রকের তরফে মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, ‘চিন এভাবে নামকরণ করে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এইভাবে নামকরণ করলে অরুণাচলের পরিস্থিতি বদলে যাবে না।’

গত ২৮ মার্চও ভারতের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল, অরুণাচল প্রদেশ নিয়ে চিনের এই সব দাবি ভিত্তিহীন। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে ও থাকবে।

সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও এ বিষয়ে কটাক্ষ করেছেন চিনকে। তিনি জানিয়েছেন, নাম বদলে দিলেও কোনও জায়গা দখল করে নেওয়া যায় না। কটাক্ষ করে তিনি বলেন, “আমি যদি আপনার বাড়ির নামটা বদলে দিই, তাহলে কি সেটা আমার হয়ে যাবে?” তিনি আরও নিশ্চিত করেছেন যে অরুণাচল প্রদেশের মানুষ কেন্দ্রীয় সরকারের কোনও উন্নয়ন মূলক কাজ থেকে বঞ্চিত হবে না।

অরুণাচল প্রদেশ নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। চিন বারবার এই রাজ্যের একটা বড় অংশকে নিজের বলে দাবি করেছে। আর এবার নাম বদল করে নতুন নাটক তৈরি করেছে বেজিং। তারপরই কড়া বার্তা দিয়েছে ভারত।