Maneka Gandhi: ‘ও কী চায়…’, ছেলেকে নিয়ে এবার মুখ খুললেন মানেকা গান্ধী

Varun Gandhi: তবে এবার দীর্ঘদিন পর প্রথমবার পিলভিট থেকে টিকিট পাচ্ছেন না মানেকা বা বরুণ কেউই। প্রায় সাড়ে তিন দশক পর এমন পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তর প্রদেশের মন্ত্রী জিতিন প্রসাদকে ওই কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি।

Maneka Gandhi: 'ও কী চায়...', ছেলেকে নিয়ে এবার মুখ খুললেন মানেকা গান্ধী
বরুণ গান্ধী ও মানেকা গান্ধীImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Updated on: Apr 02, 2024 | 2:38 PM

নয়া দিল্লি: পিলভিট কেন্দ্র থেকে এবার টিকিট পাননি বরুণ গান্ধী। এক্স মাধ্যমে একটি দীর্ঘ চিঠিও পোস্ট করেছিলেন তিনি। এবার ভোট প্রচারে গিয়ে ছেলেকে নিয়ে মুখ খুললেন মানেকা। বললেন, ওকেই জিজ্ঞেস করুন, ও কী করতে চায়। এ ব্যাপারে ভোটের পর কথা বলব। অনেক সময় আছে। উত্তর প্রদেশের সুলতানপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মানেকা। সেখানে ১০ দিনের সফরে গিয়েছেন তিনি। সেই প্রচারে গিয়েই বরুণ গান্ধীকে নিয়ে মুখ খুলেছেন মানেকা।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিজেপিতে থেকে তিনি খুব খুশি। আবারও প্রার্থী করার জন্য অমিত শাহ ও নরেন্দ্র মোদীকে ধন্য়বাদও জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, পিলভিট নাকি সুলতানপুর- কোথা থেকে টিকিট দেওয়া হবে, তা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল, সেই কারণেই দেরি হয়েছে। অবশেষে সুলতানপুর থেকেই টিকিট দেওয়া হয়েছে তাঁকে।

তবে এবার দীর্ঘদিন পর প্রথমবার পিলভিট থেকে টিকিট পাচ্ছেন না মানেকা বা বরুণ কেউই। প্রায় সাড়ে তিন দশক পর এমন পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তর প্রদেশের মন্ত্রী জিতিন প্রসাদকে ওই কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি।

১৯৮৯ সালে প্রথমবার পিলভিট থেকে জনতা দলের টিকিটে জয়ী হয়েছিলেন মানেকা গান্ধী। পরে ১৯৯৬ সালে ফের জয়ী হন। নির্দল প্রার্থী হিসেবে ১৯৯৮ ও ১৯৯৯ সালে জয়ী হন তিনি। বিজেপি প্রার্থী হিসেবে ওই কেন্দ্র থেকে ২০০৪ ও ২০১৪ সালে জয়ী হন মানেকা। এছাড়া ২০০৯ ও ২০১৯ সালে ওই কেন্দ্র থেকে টিকিট পান বরুণ গান্ধী।