Explained: ইজরায়েলের ‘আয়রন ডোম’কেও ফুটো করে দেবে ভারতের এই অস্ত্র
'প্রজেক্ট বিষ্ণু' ডিআরডিও-র সবচেয়ে বড় হাইপারসনিক মিসাইল প্রকল্প। যার অধীনে ভারতীয় সেনাকে অন্তত ১২ রকমের আলাদা আলাদা মিসাইল সরবরাহ করার প্রকল্পনা রয়েছে বিজ্ঞানীদের। হামলায় সক্ষম মিসাইল থেকে ধেয়ে আসা মিসাইলকে নষ্ট করবে এমন ইন্টারসেপ্টর-- প্রকল্পের তালিকায় রয়েছে সবই। ET-LDHCM তো সবে শুরু, ডিআরডিও-র দাবি, তালিকায় আরও মারাত্মক সব ক্ষেপণাস্ত্র রয়েছে।

এযাবৎকালের সবচেয়ে আধুনিক ও ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলল ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। চুপিসারে হয়ে গেল সেই মিসাইলের টেস্টিংও। টের না কাকপক্ষীতেও। আলাদা করে এই মিসাইলকে নিয়ে কথা বলতেই হবে কারণ এই মিসাইলের নিশানা এমনই যে একে আটকানোর ক্ষমতা নেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডিফেন্স সিস্টেমগুলিরও। সেটা ইজরায়েলের বিখ্যাত আয়রন ডোম-ই হোক বা রাশিয়ার আধুনিকতম এস-৫০০। DRDO এখনও এই মিসাইলের আনুষ্ঠানিক নামকরণ করেনি বলে এখন আপাতত একে বলা হচ্ছে, ‘এক্সটেন্ডেড ট্র্যাজেকটরি লং ডিউরেশন হাইপারসনিক ক্রুজ মিসাইল’ বা ET-LDHCM…। এই মিসাইল এককথায় ভারতের সামরিক সক্ষমতাকে একলাফে বহুগুণ বাড়িয়ে দিল বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। বদলে যেতে পারে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যই। ডিআরডিও-র বৈজ্ঞানিকদের চূড়ান্ত গোপনীয়...
