Project Cheetah: নতুন বছরের উপহার, বতসোয়ানা থেকে ‘তেজী প্রাণ’ আনছে ভারত
Bowswana Gifts Cheetah to India: নামিবিয়া, দক্ষিণ আফ্রিকার পর এবার বতসোয়ানা। ৮টি চিতাবাঘ নিয়ে আসবে ভারত। এদের প্রত্যেককে রাখা হবে মধ্য প্রদেশের কুনো জাতীয় উদ্যোনে। এই ৮টি চিতার মধ্য়ে দু'টি পুরুষ। ৬টি মহিলা। ইতিমধ্য়ে বতসোয়ানার জঙ্গল থেকে তাদের খাঁচাবন্দি করেছে প্রশাসন।

নয়াদিল্লি: আফ্রিকা মহাদেশের দক্ষিণের দিকে এগোলে মিলবে একটি দেশ। নাম বতসোয়ানা। এই দেশের একদিকে কালাহারি মরুভূমি। অন্য দিকে ওকাভাঙ্গো নদী অববাহিকা। এই দেশের সঙ্গে একটা ক্ষেত্রে জুড়ে যাচ্ছে ভারত। কিন্তু কোন ক্ষেত্রে? বতসোয়ানায় সবচেয়ে বেশি পাওয়া চিতা বাঘ। পরিসংখ্যান বলছে, গোটা বিশ্বের ২৫ শতাংশ চিতাবাঘ রয়েছে এই দেশেই। সেই সুবাদেই এবার এই দেশ থেকে চিতাবাঘ আনবে ভারত।
নামিবিয়া, দক্ষিণ আফ্রিকার পর এবার বতসোয়ানা। ৮টি চিতাবাঘ নিয়ে আসবে ভারত। এদের প্রত্যেককে রাখা হবে মধ্য প্রদেশের কুনো জাতীয় উদ্যোনে। এই ৮টি চিতার মধ্য়ে দু’টি পুরুষ। ৬টি মহিলা। ইতিমধ্য়ে বতসোয়ানার জঙ্গল থেকে তাদের খাঁচাবন্দি করেছে প্রশাসন। শারীরিক পরীক্ষা শেষ হলেই নতুন বছরের গোড়ার দিকে তাদের দেশে নিয়ে আসা হবে।
প্রসঙ্গত, ২০২২ সালে ঠিক এই ভাবেই নামিবিয়া থেকে প্রথমে আটটা চিতা এসেছিল কুনোয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে খাঁচা থেকে চিতাদের ছেড়ে দিয়েছিলেন জঙ্গলে। পরে দক্ষিণ আফ্রিকা থেকেও চিতা নিয়ে আসা হয়। কিন্তু আবহাওয়া ও প্রাকৃতিক চরিত্র বদলের কারণে কয়েকটি চিতা মাস কয়েকের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে। তারপর মৃত্যু। অবশ্য ব্যর্থতাও যেমন রয়েছে, তেমন রয়েছে সাফল্য। এই কুনোতেই আবার ১৬টা চিতার জন্মও হয়েছে। সব মিলিয়ে এখন সেখানে আছে ২৪টা চিতা। আরও তিনটে চিতাকে রাখা হয়েছে অনতিদূরেই গান্ধীসাগর অভয়ারণ্যে।
গত সপ্তাহেই দক্ষিণ আফ্রিকা থেকে ৫ চিতা বিশেষজ্ঞ এসে কুনো আর গান্ধীসাগর ঘুরে গিয়েছেন। এই দুই উদ্যানকে খুব ভাল বলে সার্টিফিকেটও দিয়ে গিয়েছেন তাঁরা। ফলে, ভারতে চিতা পাঠাতে বতসোয়ানা সরকারেরও কোনও আপত্তি নেই।
