পবিত্র ইদে ভারত-পাক সেনার মিষ্টি বিলি

TV9 Bangla Digital | Edited By: arunava roy

Jul 22, 2021 | 12:05 AM

জম্মুতেও উৎসব উপলক্ষে ভারঈয় বিএসএফ ও পাক রেঞ্জার্সদের মধ্যে মিষ্টি বিনিময় হয়েছে। ১০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পলওয়ামায় (Pulwama) হামলার কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ে।

পবিত্র ইদে ভারত-পাক সেনার মিষ্টি বিলি
ছবি- টুইটার

Follow Us

নয়া দিল্লি: ইদ-আল-আধায় (Eid-al-Adha) উপলক্ষে ভারত (India) পাকিস্তানের মধ্যে সৌহার্দ্য বিনিময়। দুই দেশের সেনা একে অপরকে মিষ্টি উপহার দিল। পুঞ্চ জেলার পুঞ্চ রাওয়ালকোট ক্রসিং পয়েন্টে দুই দেশের সানা মিষ্টি বিনিময় করে। উৎসবের দিন মাথায় রেখেই এমন উদ্যোগ। ভারতীয় সেনাদের পক্ষ থেকে পবিত্র ইদে শুভেচ্ছার বার্তা পাঠানো হয়।

জম্মুতেও উৎসব উপলক্ষে ভাতীয় বিএসএফ ও পাক রেঞ্জার্সদের মধ্যে মিষ্টি বিনিময় হয়েছে। ১০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পলওয়ামায় হামলার কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ে। বেশ কিছুদিন দূরত্ব থাকার পর এবারের ইদে মিষ্টি দুই দেশের সেনার মধ্যে মিষ্টি বিনিয়ের খুশি বহু মানুষ।

মিষ্টি বিনিময়ের মধ্যে দিয়েই দুই দেশে সম্প্রীতির বার্তা পৌঁছবে। করোনা পরিস্থির কথা মাথায় রেখে সুরক্ষাবিধি মেনেই দুই দেশের সেনা নিজেদের মধ্যে মিষ্টি বিনিময় করেছে বলে খবর। প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানিয়েছেন, দুই দেশের সেনাই এই উদ্যোগের প্রশংসা করেছে। তেরে পারস্পরিক আস্থা বিশ্বাস বাড়বে। আরও পড়ুন: আইআরসিটিসির বুকিং এজেন্ট হয়ে মাসে ৮০ হাজার টাকা উপার্জনের সুযোগ

Next Article