Indian Army: নিয়ন্ত্রণ রেখার কাছে খাদে তলিয়ে গেল ভারতীয় সেনার গাড়ি, মৃত ৫, হাসপাতালে আরও ১০

Dec 24, 2024 | 10:29 PM

Indian Army: তবে এই প্রথম নয়, গত মাসেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। গত মাসেও জম্মু ও কাশ্মীরে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। যাতে একজন সেনা কর্মী প্রাণ হারান। বেশ কয়েকজন আহতও হন। গত ৪ নভেম্বর কালাকোটের বাদোগ গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।

Indian Army: নিয়ন্ত্রণ রেখার কাছে খাদে তলিয়ে গেল ভারতীয় সেনার গাড়ি, মৃত ৫, হাসপাতালে আরও ১০
মর্মান্তিক দুর্ঘটনা উপত্যকায়
Image Credit source: PTI

Follow Us

পুঞ্চ: খাদে পড়ে গেল ভারতীয় সেনার গাড়ি। প্রাণ হারালেন ৫ সেনা জওয়ান। মঙ্গলবার মর্মান্তিক এ ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায়। দুর্ঘটনায় ১০ জনেরও বেশি সেনা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ বলা হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। তার ফলেই এই বিপত্তি। পুঞ্চের মেনধারের বালনোই এলাকার উপর দিয়ে যাচ্ছিল সেনার গাড়ি। কাছেই রয়েছে নিয়ন্ত্রণ রেখা। ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকা একেবারে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় সেনার উদ্ধারকারী দল।

অন্যদিকে যাঁরা আহত হয়েছেন তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। শুরু হয়েছে চিকিৎসা ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন প্রিয়ঙ্কা গান্ধী। এক্স হ্যান্ডেলে লিখছেন, ‘জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে বহু সেনার শহীদ হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। ঈশ্বর ওদের আত্মাকে শান্তি দিন। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহত সেনাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ 

এই খবরটিও পড়ুন

তবে এই প্রথম নয়, গত মাসেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। গত মাসেও জম্মু ও কাশ্মীরে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। যাতে একজন সেনা কর্মী প্রাণ হারান। বেশ কয়েকজন আহতও হন। গত ৪ নভেম্বর কালাকোটের বাদোগ গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। এবার ফের একই ধরনের ঘটনায় শোকের ছায়া সেনা মহলে। 

Next Article