বছরের শুরুতেই ভয়ঙ্কর দুর্ঘটনা, ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর কপ্টার, মৃত ৩
Chopper Crash: এ দিন দুপুরে আচমকাই পোরবন্দরে একটি খোলা মাঠে ভেঙে পড়ে উপকূলরক্ষী বাহিনী এএলএইচ ধ্রুব কপ্টার। মাঠে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়, আগুন ধরে যায়। কীভাবে দুর্ঘটনা ঘটল, কী কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি।
পোর বন্দর: বছরের প্রথম রবিবারেই বড় দুর্ঘটনা। ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার। রবিবার, ৫ জানুয়ারি গুজরাটে পোরবন্দরে ভেঙে পড়ে উপকূলরক্ষী বাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।
এ দিন দুপুরে আচমকাই পোরবন্দরে একটি খোলা মাঠে ভেঙে পড়ে উপকূলরক্ষী বাহিনী এএলএইচ ধ্রুব কপ্টার। মাঠে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়, আগুন ধরে যায়। কীভাবে দুর্ঘটনা ঘটল, কী কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি।
An Indian Coast Guard Advanced Light Helicopter (ALH) Dhruv crashed on Sunday in Porbandar, Gujarat, during a routine training sortie.#porbandar #gujrat #crash #helicopter #zelena pic.twitter.com/sQzH0756Gx
— Munesh Meena मुनेश मीणा (@drmmeena83) January 5, 2025
সূত্রের খবর, রুটিন টহলে বেরিয়েছিল হেলিকপ্টারটি। সেই সময়ই ভেঙে পড়ে কপ্টারটি। দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের উদ্ধার করে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনী, নৌসেনা, বায়ুসেনাও এই কপ্টার ব্যবহার করে। উপকূল রী বাহিনী সহ মোট চার বাহিনী মিলিয়ে মোট ৩২৫টি এএলএইচ ধ্রুব কপ্টার রয়েছে। দুই বছর আগে এএলএইচ ধ্রুব কপ্টারে একাধিক খামতি ধরা পড়ে। কপ্টার ল্যান্ড করানোর সময় দুর্ঘটনার মুখে পড়ে সেনা ও বায়ুসেনা। সেই সময় এই কপ্টারের ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছিল। পরে এই নিয়ে পুনর্মূল্যায়নও করা হয়। সেফটি অডিটের পরই ফের কপ্টার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল।