AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চিনকে চাপ! দু’মাস ধরে দক্ষিণ চিন সাগরে টহল দেবে ভারতের রণবিজয়, শিবালিক

Indian Navy: বন্ধু দেশগুলির সঙ্গে সুসম্পর্ক রাখতেই এই অভিযান।

চিনকে চাপ! দু'মাস ধরে দক্ষিণ চিন সাগরে টহল দেবে ভারতের রণবিজয়, শিবালিক
ফাইল ছবি
| Edited By: | Updated on: Aug 03, 2021 | 11:38 AM
Share

নয়া দিল্লি: দক্ষিণ চিন সাগর (South China Sea) নিয়ে বিতর্ক বহুদিনের। আমেরিকার চোখরাঙানি সত্ত্বেও বরাবরই ওই অঞ্চলে আধিপত্য কায়েম করতে চেয়েছে চিন। বিভিন্ন সময়ে সমরসজ্জাও সাজিয়েছে বেজিং। সেই দক্ষিণ চিন সাগরে এ বার টহল দিতে চলেছে ভারতীয় নৌবাহিনী (Indian Navy)। অগস্টেই দক্ষিণ চিন সাগরের জলে নামবে ভারত। মাস দুয়েক ধরে চলবে টহলদারি। ভারত মহাসাগরে যখন চিন বিস্তার ঘটানোর চেষ্টা করছে, তখন দক্ষিণ চিন সাগরে ভারতের এই টহলদারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ পলিসি মেনেই এই অভিযান বলে জানানো হয়েছে নৌবাহিনীর তরফ থেকে।

সোমবার নৌবাহিনী তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অ্যাক্ট ইস্ট পলিসি মেনে ও বন্ধু দেশগুলির সঙ্গে সামরিক সহযোগিতার কথা মাথায় রেখেই ভারতীয় নেভির ইস্টার্ন ফ্লিট মোতায়েন থাকবে দক্ষিণ চিন সাগরে। অগস্টের শুরু থেকে দু’মাসের জন্য ওই অংশে থাকবে ভারতের রণতরী।’

ভারতীয় নৌবাহিনীর ওই টাস্ক ফোর্সে থাকবে গাইডেড মিসাইল ডেসট্রয়ার রণবিজয়, গাইডেড মিসাইল ফ্রিজেট শিবালিক, অ্যান্টি-সাবমেরিন করভেট কাডমাট, গাইডেড মিসাইল করভেট কোরা। রণবিজয় বাদে বাকি তিনটি রণতরীই দেশির সমরসজ্জায় সজ্জিত। শুধু দক্ষিণ চিন সাগর নয়, পশ্চিম প্রশান্ত মহাসাগরেও পাড়ি দেবে এই সব রণতরী। সমুদ্র অঞ্চলে বন্ধু দেশগুলির সঙ্গে সুসম্পর্ক রাখতে ভারতের এই অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই দু’মাসে ভিয়েতনাম, ফিলিপিন্স, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার নৌবাহিনীর সঙ্গে মহড়াতেও নামবে ভারত। পরে মালাবার-২১ (MALABAR-21) মহড়াতেও অংশ নেবে ভারত, যেখানে থাকবে জাপান, অস্ট্রেলিয়া ও আমেরিকার নৌবাহিনী। আরও পড়ুন: দলিত নাবালিকাকে ধর্ষণ করে খুন, পরে দেহ পুড়িয়ে দিল পুরোহিত! ফের লজ্জায় মুখ ঢাকল দিল্লি