কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ ক্রমেই স্তিমিত হচ্ছে দেশে। দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর গ্রাফ কমছে দ্রুত গতিতে। এই অবস্থায় নতুন করে কয়েকশো ট্রেনের চাকা গড়ানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। সূত্রের খবর, একধাক্কায় ৬৬০ টি দূরপাল্লার ট্রেন পরিষেবা চালু হয়েছে গোটা দেশ জুড়ে। যাত্রী এবং টিকিটের চাহিদা বৃদ্ধির কথা মাথায় রেখেই একাধিক রুটে মোট ৬৬০ টি ট্রেন পরিষেবা পুরনায় চালু করেছে চলেছে কেন্দ্রীয় সরকার।
সপ্তাহ দুয়েক আগেই সমস্ত ডিভিশনকে চিঠি দিয়ে প্রস্তুত থাকতে বলেছিল রেলওয়ে বোর্ড। তখনই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল যে দ্রুত রেল চলাচল গতি পেতে পারে। সেই মতো শুক্রবার রাতে রেল মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করে ৬৬০ টি দূরপাল্লার ট্রেন পরিষেবা পুনরায় চালু করার কথা ঘোষণা করা হয়। রেলের বিজ্ঞপ্তিতে এ দিন জানানো হয়েছে, ১ জুন থেকে ১৮ জুনের মধ্যে ৬৬০ টি ট্রেন চালানো শুরু হয়েছে।
আরও পড়ুন: নারদে অভিযুক্ত তৎকালীন সাংসদদের বিরুদ্ধে সিবিআই তদন্ত নিয়ে মুখ খুললেন লোকসভার স্পিকার
নতুন নির্দেশিকায় ভারতীয় রেল বোর্ড সমস্ত জ়োনকে জানিয়েছে, যাত্রী সংখ্যা এবং টিকিটের চাহিদা, এই দুটি বিষয়কে বিশেষভাবে পর্যালোচনা করতে হবে। সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে বিভিন্ন শাখায় যাতে আসন্ন সময়ে আরও বেশি সংখ্যক ট্রেন চালানো যায়, তা নিশ্চিত করতে হবে জ়োনগুলিকে। এর পাশাপাশি সোমবার থেকে স্টাফ স্পেশাল মেট্রোর সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। ১৫ মিনিটের ব্যবধানে আরও ২০ টি আপ এবং ডাউন মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে শনিবার এই পরিষেবা পাওয়া যাবে।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দাপুটে ভ্যারিয়েন্ট হওয়ার পথে ডেল্টা, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা