AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railways: রেলের Exclusive অনলাইন বুকিং পোর্টাল, ট্রেনের টিকিট কাটতে পারবেন শুধু ‘এরা’ই….

Railways: সংসদ অধিবেশন চলুক বা না চলুক, সাংসদের স্বামী বা স্ত্রী যে কোনও সময়ে নিজের শহর থেকে নয়া দিল্লি পর্যন্ত এসি ফার্স্ট ক্লাস বা এগজেকিউটিভ ক্লাসে চড়ে যাতায়াত করতে পারেন।

Railways: রেলের Exclusive অনলাইন বুকিং পোর্টাল, ট্রেনের টিকিট কাটতে পারবেন শুধু 'এরা'ই....
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Jul 25, 2025 | 11:25 AM
Share

নয়া দিল্লি: শুধুমাত্র নতুন নতুন ট্রেনই নয়, যাত্রী পরিষেবাতেও বিশেষ গুরুত্ব দেয় ভারতীয় রেল। সম্প্রতিই যাত্রীদের কথা মাথায় রেখে রেলের টিকিট বুকিংয়ের নিয়মে একাধিক পরিবর্তন আনা হয়েছে। তৎকাল টিকিট বুকিংয়ে বাধ্যতামূলক করা হয়েছে আধার নম্বর। চার্ট প্রকাশের সময়ও অনেকটা এগিয়ে আনা হয়েছে। এবার আরও এক বড় সিদ্ধান্ত। আলাদা একটি অনলাইন টিকিট বুকিং পোর্টাল আনা হচ্ছে ভারতীয় রেলওয়ের তরফে। তবে তাতে আমার-আপনার মতো সাধারণ যাত্রীরা টিকিট বুক করতে পারবেন না। তাহলে কাদের জন্য আনা হচ্ছে এই পোর্টাল?

জানা গিয়েছে, নতুন একটি অনলাইন টিকিট বুকিং পোর্টাল লঞ্চ করা হবে শীঘ্রই, যেখান থেকে শুধুমাত্র সাংসদরাই টিকিট বুক করতে পারবেন। লোকসভা ও রাজ্যসভার সাংসদরা সরাসরি এই পোর্টাল থেকে টিকিট কাটতে পারবেন।

চলতি সপ্তাহের বুধবার, ২৩ জুলাই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় লিখিত জবাবে এই অ্যাপের কথা জানান। তিনি বলেন, “একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে অনলাইন টিকিট বুকিংয়ের জন্য, যেখান থেকে সংসদের বর্তমান ও প্রাক্তন সাংসদরা ট্রেনের টিকিট বুকিং বা ক্যানসেল করতে পারবেন।”

রেলওয়ের নিয়ম অনুযায়ী, সাংসদরা ট্রেনে ফার্স্ট ক্লাস এসি বা এগজেকিউটিভ ক্লাসে যাতায়াত করার সুবিধা পান। সঙ্গে তাঁর স্বামী বা স্ত্রীও যেতে পারেন। এছাড়া সাংসদের সঙ্গে থাকা একজন ব্যক্তি এসি টু টায়ারে যাতায়াত করতে পারেন রেলওয়ে পাসে।

সংসদ অধিবেশন চলুক বা না চলুক, সাংসদের স্বামী বা স্ত্রী যে কোনও সময়ে নিজের শহর থেকে নয়া দিল্লি পর্যন্ত এসি ফার্স্ট ক্লাস বা এগজেকিউটিভ ক্লাসে চড়ে যাতায়াত করতে পারেন।