Indian Students Stuck in Ukraine: ‘কোথায় যাব, তাই-ই জানিনা’, বিশেষ বিমান পাঠানো হলেও দেশে ফেরা অনিশ্চিত অনেক পড়ুয়ারই!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 26, 2022 | 8:37 AM

Indian Students Stuck in Ukraine: খারকিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির এক পড়ুয়া জানান, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আমরা কলেজের কয়েকজন বন্ধু অস্থায়ী বাঙ্কারে আশ্রয় নিয়েছি। কেন্দ্রের তরফে উদ্ধারকারী বিমান পাঠানোর কথা বললেও, এই পরিস্থিতিতে ইউক্রেনের পশ্চিম সীমান্তে পৌঁছনো অসম্ভব।

Indian Students Stuck in Ukraine: কোথায় যাব, তাই-ই জানিনা, বিশেষ বিমান পাঠানো হলেও দেশে ফেরা অনিশ্চিত অনেক পড়ুয়ারই!
পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার আর্জি নিয়ে দিল্লিতে পরিবারের সদস্যরা। ছবি:PTI

Follow Us

কিয়েভ: ভাল কলেজে পড়াশোনার আশাতেই হাজারো পরীক্ষা, প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর, আর্থিক ব্যয় সামলিয়ে বিদেশে গিয়েছিলেন। সেখানে বেঁচে থাকা ও সুরক্ষিতভাবে দেশে ফিরে আসাই যে চ্যালেঞ্জ হয়ে যাবে, তা ভাবতেও পারেননি ইউক্রেনে (Ukraine) পড়াশোনা করতে আসা ভারতীয়রা (Indians)। বিগত এক মাস ধরেই সীমান্তে রুশ সেনার উপস্থিতির খবর মিললেও, শহরের ভিতরে তার আঁচ টের পাননি। যখন পরিস্থিতি বেগতিক বুঝে দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন, তখন দেরী হয়ে গিয়েছে অনেকটাই। প্রথমে আকাশছোঁয়া টিকিটের দাম ও পরে এয়ারস্পেস(Airspace)-ই বন্ধ হয়ে যাওয়ায় ইউক্রেনেই আটকে রয়েছেন প্রায় ১৮ হাজার ভারতীয় পড়ুয়া।

খারকিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির এক পড়ুয়া জানান, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আমরা কলেজের কয়েকজন বন্ধু অস্থায়ী বাঙ্কারে আশ্রয় নিয়েছি। কেন্দ্রের তরফে উদ্ধারকারী বিমান পাঠানোর কথা বললেও, এই পরিস্থিতিতে ইউক্রেনের পশ্চিম সীমান্তে পৌঁছনো অসম্ভব। এখান থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে ওই সীমান্ত। আমরা বাড়ির সামনের সুপারমার্কেটেই যেতে পারছি না, ইউক্রেন সীমান্তে যাওয়া তো দূরের কথা। সারাদিন ধরেই বোমাবর্ষণের শব্দ শুনতে পাচ্ছি। কোথায় যাব, কীভাবে যাব, সে সম্পর্কে কিছুই জানানো হয়নি আমাদের।

অন্য আরেক ভারতীয় পড়ুয়াও বলেন, “আমরা শুধু এইটুকুই জানি যে বাঙ্কারে থাকতে হবে আপাতত। কতদিন এভাবে আমরা টিকে থাকতে পারব, জানিনা। খাবার বলতে শুধু কলা ও বিস্কুট রয়েছে, সেটাই খেয়ে দিন কাটাচ্ছি। প্রথম বিস্ফোরণের পরই ওয়াই-ফাইয়ের নেটওয়ার্ক উড়ে গিয়েছে। মোবাইলে যেটুকু ইন্টারনেট পাওয়া যাচ্ছে, তা ব্যবহার করেই বাড়ির লোকজনেদের সঙ্গে কথা বলছি।”

ইউক্রেনে আটকে থাকা অধিকাংশ ভারতীয় পড়ুয়াদের দাবি, বিগত ৩-৪দিনেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। বাঙ্কারগুলিও ভর্তি হয়ে এসেছে। রাস্তাঘাটে বেরনো যাচ্ছে না, ক্রমাগত গুলি-বোমা বর্ষণ হচ্ছে। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই তারা কেন দেশে ফিরে আসেননি, এই প্রশ্নের জবাবে তারা জানিয়েছেন, পর্যাপ্ত সংখ্যক বিমান না থাকায় এবং টিকিটের সর্বনিম্ন দামই ৭০ থেকে ৯০ হাজার টাকা হওয়ায়  অনেকের পক্ষেই এই মুহূর্তে ফিরে আসা সম্ভব হচ্ছে না। কেন্দ্রের তরফেও যে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে, সেখানেও কীভাবে পড়ুয়ারা পৌঁছবেন, তাও জানেন না।

আরও পড়ুন: Russia Partially Restricts Facebook: ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ! ফেসবুকের উপর বিধিনিষেধ চাপাল রাশিয়া 

আরও পড়ুন: Ukraine President’s Video Message: পরনে জলপাই ইউনিফর্ম, হাতে বন্দুক তুলে প্রেসিডেন্ট বললেন, ‘আমরা এখানেই আছি’ 

Next Article