COVID-19 Vaccine for Animal: শুধু আপনিই নয়, বাড়ির পোষ্যও এবার নিতে পারবে করোনা টিকা!
COVID-19 Vaccine for Animal: এই ভ্যাকসিন পশুদের দেহে ডেল্টা ও ওমিক্রন-উভয় ভ্যারিয়েন্টকেই হার মানাবে। কুকুর, সিংহ, চিতাবাঘ থেকে শুরু করে ইঁদুর ও খরগোশের দেহেও প্রয়োগ করা যাবে এই ভ্যাকসিন।
নয়া দিল্লি: করোনাকালে মারণ সংক্রমণ থেকে মুক্তি পায়নি পশুরাও। সিংহ থেকে শুরু করে পোষ্য কুকুর-বিড়ালও করোনা আক্রান্ত হয়েছে। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার এক বছরের মধ্যেই দেশে তৈরি করা হয়েছে করোনা টিকা। শুধু মানুষ নয়, এবার পশুদের জন্যও তৈরি করা হল করোনা টিকা। বৃহস্পতিবারই কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর দেশীয় প্রযুক্তিতে তৈরি পশুদের জন্য করোনা টিকার উদ্বোধন করেন। অ্যানোকোভ্যাক্স নামক এই ভ্যাকসিনটি তৈরি করেছে হরিয়ানার ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চের জাতীয় রিসার্চ সেন্টার।
দেশে ফের একবার করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা চিকিৎসায় বিশেষ কোনও ওষুধ না থাকলেও, সংক্রমণ প্রতিরোধের জন্য দেশ-বিদেশে একাধিক করোনা টিকা আবিষ্কার করা হয়েছে। গত বছর থেকে দেশে গণটিকাকরণ কর্মসূচিও শুরু হয়েছে। এবার পশুদের জন্যও আনা হল করোনা টিকা। যে সমস্ত পশুরা করোনা আক্রান্ত হয়েছে বা যাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের এই করোনা টিকা দেওয়া যাবে। বাড়ির পোষ্যরাও এই টিকা নিতে পারবে।
আইসিএআর-র তরফে জানানো হয়েছে, সার্স কোভ-২-র ডেল্টা ভ্য়ারিয়েন্টকে নিষ্ক্রিয় করে এই ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে। এই ভ্যাকসিন পশুদের দেহে ডেল্টা ও ওমিক্রন-উভয় ভ্যারিয়েন্টকেই হার মানাবে। কুকুর, সিংহ, চিতাবাঘ থেকে শুরু করে ইঁদুর ও খরগোশের দেহেও প্রয়োগ করা যাবে এই ভ্যাকসিন।
ভ্য়াকসিনের উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, “বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই ভ্য়াকসিন। বিদেশ থেকে ভ্যাকসিন আমদানি না করে, দেশীয় প্রযুক্তিতেই এই ভ্যাকসিন তৈরি করে আত্মনির্ভরতার পথেই হাঁটছে ভারত। এটা বিশাল বড় সাফল্য।”
করোনা টিকার পাশাপাশি পশুদের দেহে করোনা সংক্রমণ নির্ণয়ের জন্যও একটি বিশেষ কিটের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী। ‘CAN-CoV-2 ELISA kit’নামক এই নিউক্লিওক্যাপসিড কিট ব্যবহার করে পোষ্যদের দেহে করোনা সংক্রমণ নির্ণয় করা যায়। এই কিট সম্পর্কে কৃষি মন্ত্রী বলেন, “এবার থেকে পশুদের দেহে করোনা নির্ণয়ের জন্য কোনও ল্যাবরেটরিতে যাওয়ার প্রয়োজন নেই। দেশেই এই করোনা পরীক্ষার কিট তৈরি করা হয়েছে। বর্তমানে বাজারে পশুদের দেহে করোনা নির্ণয়ের জন্য আর কোনও কিট নেই।”