India’s Road Network: ভারতের সড়ক নেটওয়ার্ক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, দাবি নীতীন গড়করীর
বিশ্বের মধ্যে সবথেকে বেশি রাস্তা রয়েছে আমেরিকায়। তার পরই রয়েছে ভারত। অর্থাৎ মোট রাস্তার নিরিখে ভারতের স্থান দ্বিতীয়। এ নিয়ে নীতীন গড়করী বলেছেন, “গত ৯ বছরে ভারত সড়ক পরিবহণ সেক্টরে ৭টি বিশ্বরেকর্ড গড়েছে। আমেরিকার পর ভারতের সড়ক ব্যবস্থা দ্বিতীয় বৃহত্তম।”
নয়াদিল্লি: গত ৯ বছরে সড়ক সম্প্রসারণে উল্লেখযোগ্য উন্নতি করেছে ভারত। গত কয়েক বছরে তা ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করী। এর জেরে ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক পরিবহণ নেটওয়ার্কে পরিণত হয়েছে। সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়করী জানিয়েছেন, বর্তমানে ভারতে ৬৪ লক্ষ কিলোমিটার রাস্তা রয়েছে। যার মধ্যে ১ লক্ষ ৪৫ হাজার ২৪০ কিলোমিটার রয়েছে হাইওয়ে। ২০১৩-১৪ সালে তা ছিল মাত্র ৯১ হাজার ২৮৭ কিলোমিটার। মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানেই তিনি ভারতের সড়ক পরিবহণের উন্নতির বিষয়টি তুলে ধরেছেন।
বিশ্বের মধ্যে সবথেকে বেশি রাস্তা রয়েছে আমেরিকায়। তার পরই রয়েছে ভারত। অর্থাৎ মোট রাস্তার নিরিখে ভারতের স্থান দ্বিতীয়। এ নিয়ে নীতীন গড়করী বলেছেন, “গত ৯ বছরে ভারত সড়ক পরিবহণ সেক্টরে ৭টি বিশ্বরেকর্ড গড়েছে। আমেরিকার পর ভারতের সড়ক ব্যবস্থা দ্বিতীয় বৃহত্তম।”
সড়কের পরিমাণ বৃদ্ধিতে টোল আদায়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছেন নীতীন গড়করী। তিনি জানিয়েছেন, ২০২৩-১৪ সালে টোল থেকে ৪ হাজার ৭৭০ কোটি টাকা আদায় হত। এখন তা বেড়ে হয়েছে ৪১ হাজার ৩৪২ কোটি টাকা। ২০৩০ সালের মধ্যে টোল থেকে রেভিনিউ ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ফাস্টট্যাগের ব্যবহারে টোলে সময় অপচয় কমিয়েছে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। সেই সময় আরও কম করার জন্য সরকার চিন্তাভাবনা করছে বলেও জানিয়েছেন তিনি।