ক্ষমা করেনি ভারত, অগস্টের শেষ পর্যন্ত পাকিস্তান এই কাজ করতে পারবে না
India-Pakistan Relation: পহেলগাঁও জঙ্গি হামলার পরই ভারতে বসবাসকারী পাকিস্তানিদের ফেরত পাঠানো হয়েছিল। বাতিল করা হয় ভিসা। এবার আরও একটা কড়া পদক্ষেপ।

নয়া দিল্লি: পাকিস্তানের জন্য ভারতে ‘নো এন্ট্রি’। পহেলগাঁও জঙ্গি হামলার পরই ভারতে বসবাসকারী পাকিস্তানিদের ফেরত পাঠানো হয়েছিল। বাতিল করা হয় ভিসা। এবার আরও একটা কড়া পদক্ষেপ। ভারতে ঢুকতে পারবে না পাকিস্তানি বিমান।
ভারত সরকারের তরফে আগামী ২৪ অগস্ট পর্যন্ত এয়ারস্পেস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। তবে তা শুধু পাকিস্তানের বিমানের জন্য। অর্থা পাকিস্তানের কোনও বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করে কোথাও যেতে পারবে না। তাদের ঘুরপথেই যেতে হবে।
পহেলগাঁও জঙ্গি হামলার পরই ভারত পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। সামরিক বিমান যেমন যাতায়াত করতে পারবে না, তেমনই পাকিস্তানি এয়ারলাইন্স বা অপারেটরদের কোনও বিমানও ভারতের আকাশসীমা ব্যবহার করে যাতায়াত করতে পারবে না। ২৪ মে পর্যন্ত প্রথমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরে তা বাড়িয়ে ২৪ জুন এবং দ্বিতীয় ধাপে ২৪ জুলাই পর্যন্ত নোটাম জারি করা হয়েছিল।
গতকাল কেন্দ্রীয় অসামরিক উড়ান প্রতিমন্ত্রী মুরলীধর মহল বলেন, “আগামী ২৩ অগস্ট পর্যন্ত পাকিস্তানি বিমানের ভারতে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করা হল।”
অর্থাৎ আরও এক মাস ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না পাকিস্তানি কোনও বিমান।
অন্যদিকে, ভারতের দেখাদেখি পাকিস্তানও তাদের এয়ারস্পেস ২৪ অগস্ট পর্যন্ত বন্ধ রেখেছে। ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করার পরই পাকিস্তান তাদের এয়ারস্পেস বন্ধ করেছিল।

