Narendra Modi in Bengal: ‘সবসময়ই স্পেশাল’, কলকাতায় পা রাখার আগে বঙ্গবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 29, 2022 | 11:49 PM

Narendra Modi in Bengal: শুক্রবার (৩০ ডিসেম্বর) বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে টুইটে করে পশ্চিমবঙ্গের মানুষকে কী বার্তা দিলেন তিনি?

Narendra Modi in Bengal: সবসময়ই স্পেশাল, কলকাতায় পা রাখার আগে বঙ্গবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর
৭৮০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উপহার নিয়ে বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী

Follow Us

নয়া দিল্লি: শুক্রবার (৩০ ডিসেম্বর) বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে টুইটে করে তিনি জানালেন “পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে আসাটা সবসময়ই স্পেশাল।” এবারের পশ্চিমবঙ্গ সফরে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি ‘নমামি গঙ্গে’ প্ররল্পের আওতায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন, “৩০ ডিসেম্বর রাজ্যের প্রবৃদ্ধির গতিপথের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।” ৭৮০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উপহার নিয়ে আসছেন তিনি।

একাধিক টুইটে এদিন প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁর এবারের পশ্চিমবঙ্গ সফরে থাকা কর্মসূচির অন্যতম মূল ফোকাস হবে যোগাযোগ ব্যবস্থা। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের চলাচলের সূচনা হবে তাঁর হাত ধরে। সেই সঙ্গে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের পুনঃবিকাশের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ‘প্রাণবন্ত শহর’ কলকাতার ‘ইজ অব লিভিং’ বাড়ানোর জন্য, জোকা-তারাতলা পর্যন্ত প্রসারিত কলকাতা মেট্রোর পার্পল লাইনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।


এছাড়া, কলকাতায় জাতীয় গঙ্গা কাউন্সিলের দ্বিতীয় বৈঠকের সভাপতিত্ব করার কথা প্রধানমন্ত্রীর। টুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “স্বচ্ছতার প্রতি আমাদের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে, অনেক পয়ঃপ্রণালির পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পও দেশকে উৎসর্গ করা হবে। ড. শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় – ন্যাশনাল ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশনেরও উদ্বোধন করা হবে।”

পশ্চিমবঙ্গে এবারের সফরে প্রধানমন্ত্রীর প্রথম কর্মসূচি রয়েছে হাওড়া স্টেশনে। সকাল সোয়া এগারোটায় হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা, মেট্রো প্রকল্পের উদ্বোধনের সঙ্গে সঙ্গে রেলের বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদী। এরপর ১২.৩০-এ তিনি যাবেন ‘আইএনএস নেতাজি সুভাষ স্ট্যাচু’ এলাকায়। সেখানে তিনি নেতাজির মূর্তিতে পুষ্পার্ঘ্য দেবেন। এরপর গঙ্গার ধারে নমামি গঙ্গে ও পানীয় জল এবং পয়ঃপ্রণালির বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নরেন্দ্র মোদী। দুপুর ১টা বেজে ১০ মিনিটে আইএনএস নেতাজি সুভাষ কনফারেন্স রুমে দ্বিতীয় জাতীয় গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন তিনি।

গঙ্গা কাউন্সিলের বৈঠকে এবং প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য, এদিন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা কলকাতায় এসেছেন। এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি, কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি দফতরের মন্ত্রী জিতেন্দ্র সিং কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, কেন্দ্রীয় জাহাজ, জলপথ ও বন্দর মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রমুখ।

Next Article