Narendra Modi: হ্যাটট্রিক! নরেন্দ্র মোদীকে জয়ের শুভেচ্ছাবার্তা ইতালির প্রধানমন্ত্রী থেকে মলদ্বীপের প্রেসিডেন্টের

Sukla Bhattacharjee |

Jun 05, 2024 | 1:09 PM

World Leaders Congratulates to PM: কেবল ইতালির প্রধানমন্ত্রী নন, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুও নরেন্দ্র মোদীকে জয়ের অভিনন্দন জানিয়েছেন। প্রেসিডেন্ট পদে বসার পর থেকে বিভিন্ন ইস্যুতে ভারত-বিরোধিতা করে ঘরে-বাইরে বিতর্কে জড়িয়েছিলেন মহম্মদ মুইজ্জু। তবে এবার পুরানো দ্বন্দ্ব পিছনে ফেলেই নরেন্দ্র মোদীকে জয়ের অভিনন্দন জানিয়েছেন তিনি।

Narendra Modi: হ্যাটট্রিক! নরেন্দ্র মোদীকে জয়ের শুভেচ্ছাবার্তা ইতালির প্রধানমন্ত্রী থেকে মলদ্বীপের প্রেসিডেন্টের
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও নরেন্দ্র মোদী। ফাইল ছবি।

Follow Us

নয়া দিল্লি: পরপর তিনবার। ফের বিপুল ভোটে জয়ী হলেন নরেন্দ্র মোদী। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোট ম্যাজিক ফিগারে পৌঁছে গিয়েছে। ফলে সবকিছু ঠিকঠাক থাকলে পুনরায় সরকার গড়বেন নরেন্দ্র মোদী। তাই তাঁকে জয়ের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি থেকে মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু-সহ প্রাক্তন ও বর্তমান রাষ্ট্রনেতারা।

ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সখ্যতার কথা কারও অজানা নয়। স্বাভাবিকভাবেই বারাণসীর সাংসদ হিসাবে নরেন্দ্র মোদীর হ্যাটট্রিক ও এনডিএ জোটের পরই তাঁকে টুইট করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন জর্জিয়া মেলোনি। টুইটারে তিনি লিখেছেন, “নির্বাচনী জয়ের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন। ইতালি ও ভারতকে ঐক্যবদ্ধ করতে এবং আমাদের জনগণের মঙ্গলের জন্য বিভিন্ন বিষয়ে সহযোগিতাকে সুসংহত করতে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব।”

ইতালির প্রধানমন্ত্রীর অভিনন্দনে আপ্লুত নরেন্দ্র মোদীও তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। ভারত-ইতালি কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে তিনি প্রতিশ্রুতি বলে টুইটারে তিনি জানিয়েছেন।

কেবল ইতালির প্রধানমন্ত্রী নন, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুও নরেন্দ্র মোদীকে জয়ের অভিনন্দন জানিয়েছেন। প্রেসিডেন্ট পদে বসার পর থেকে বিভিন্ন ইস্যুতে ভারত-বিরোধিতা করে ঘরে-বাইরে বিতর্কে জড়িয়েছিলেন মহম্মদ মুইজ্জু। তবে এবার পুরানো দ্বন্দ্ব পিছনে ফেলেই নরেন্দ্র মোদীকে জয়ের অভিনন্দন জানিয়েছেন তিনি। দুই দেশের সমৃদ্ধি ও স্থিতাবস্থা বজায় রাখতে একসঙ্গে কাজ করারও বার্তা দিয়েছেন মুইজ্জু। একইসঙ্গে মলদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেন মহম্মদ লাতিফ, প্রথম প্রেসিডেন্ট মহম্মদ নাশিদ, প্রাক্তন প্রেসিডেন্ট আবদুল্লাহ শহিদও মোদীকে অভিনন্দন জানিয়েছেন।

একইভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে নরেন্দ্র মোদীর সঙ্গে দৃঢ়ভাবে কাজ করার বার্তা দিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবাগে। ভারতকে সুউচ্চ স্থানে পৌঁছনোর জন্য প্রধানমন্ত্রী মোদীর প্রশংসাও করেছেন তোবাগে। আবার বিজেপি ও এনডিএ জোটের জয়ের জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল তথা প্রচণ্ড। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক উৎসবে ভারতের সকল জনগণের অংশগ্রহণের জন্য অভিনন্দনও জানিয়েছেন তিনি।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে থেকে বিরোধী দলনেতা সাজিথ প্রেমাদাসাও নমো-কে জয়ের অভিনন্দন জানিয়েছেন। টুইটারে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের জনগণের সমৃদ্ধি ও অগ্রগতির ব্যাপারে তিনি নিশ্চিত।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদপ্রার্থী শরথ ফোনসেকা থেকে প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপক্ষেও নরেন্দ্র মোদীর দূরদৃষ্টি ও সংকল্পের প্রশংসা করে তাঁকে জয়ের অভিনন্দন জানিয়েছেন।

অন্যদিকে, নরেন্দ্র মোদীর তৃতীয়বারের বিপুল জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুগনাউথ। মোদীর নেতৃত্বে ভারত-মরিশাস বিশেষ দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় হবে বলেও জানিয়েছেন তিনি।

জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস, বারবাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলেও নরেন্দ্র মোদীকে বিপুল জয়ের অভিনন্দন জানিয়েছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ভারত বিশ্বনেতা হয়েছে এবং বারবাডোস ভারতের সঙ্গী জানিয়ে আগামী দিনেও একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বারবাডোসের প্রধানমন্ত্রী।

Next Article