হঠাৎ বলি-তারকাদের দ্বারস্থ যোগী! পাল্টা উদ্ধবের চ্যালেঞ্জ, হিম্মত থাকলে ইন্ডাস্ট্রি নিয়ে দেখাক

ঋদ্ধীশ দত্ত |

Dec 02, 2020 | 8:58 PM

গৌতম বুদ্ধ নগরে যমুনা এক্সপ্রেসওয়ের তীরেই এই ফিল্ম সিটি তৈরি করছে উত্তর প্রদেশ সরকার। যার প্রচার করতে বলিউডের একাধিক গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে দেখা করছেন যোগী। তালিকায় পরিচালক সুভাষ ঘাই-সহ বনি কাপুরের মতো তারকারা রয়েছেন।

হঠাৎ বলি-তারকাদের দ্বারস্থ যোগী! পাল্টা উদ্ধবের চ্যালেঞ্জ, হিম্মত থাকলে ইন্ডাস্ট্রি নিয়ে দেখাক
ছবি- ট্যুইটার

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: উত্তর প্রদেশে ফিল্ম সিটি গড়ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তবে শুধু ফিল্ম সিটি গড়লেই তো হবে না। তারকারা যাতে এসে সেখানে শ্যুটিং করেন সেটাও নিশ্চিত করতে হবে। সেই স্বার্থেই সম্প্রতি মুম্বই উড়ে গিয়েছেন যোগী আদিত্যনাথ। সেখানে পৌঁছে বলিউড ইন্ডাস্ট্রির একাধিক তারকা ও প্রযোজকদের সঙ্গেও তিনি দেখা করেছেন। যা নিয়ে এবার আক্রমণের পথে নেমেছে মহারাষ্ট্রের শাসকদল শিবসেনা (Shiv Sena)। সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)  হুমকির সুরে বলেছেন, মুম্বই ফিল্ম জগতকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া অতটাও সহজ না।

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিও অনেক বড়। পশ্চিমবঙ্গ ও পঞ্জাবেও সিনেমা জগত রয়েছে। যোগীজী কি ওখানেও যাবেন এবং পরিচালক, শিল্পীদের সঙ্গে দেখা করতে, নাকি শুধু মুম্বই এসেছেন।

গৌতম বুদ্ধ নগরে যমুনা এক্সপ্রেসওয়ের তীরেই এই ফিল্ম সিটি তৈরি করছে উত্তর প্রদেশ সরকার। যার প্রচার করতে বলিউডের একাধিক গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে দেখা করছেন যোগী। তালিকায় পরিচালক সুভাষ ঘাই-সহ বনি কাপুরের মতো তারকারা রয়েছেন। এছাড়াও, রাজ্যে বিনিয়োগ টানার পরোক্ষ উদ্দেশ্যও নিয়ে গিয়েছেন তিনি। গত সেপ্টেম্বর মাসেই এই প্রকল্পের সূচনা করেছেন যোগী। কীভাবে এই সিটি গড়ে তোলা যায় এবং কী ধরনের পরিকল্পনা করা এগোন উচিত এই সংক্রান্ত আলোচনা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ফিরে দেখা: ‘জয়হিন্দ’ নামে পুনর্জন্ম, কাল থেকে শুরু মাঝেরহাট সেতুর নয়া ইনিংস

তবে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি যোগীর এই টান খুব একটা সহজভাবে দেখছে না উদ্ধব ঠাকরে সরকার। তাঁদের প্রশ্ন, যোগীর নজর কেবল মুম্বইয়ের দিকেই রয়েছে, নাকি তিনি দেশের অন্যান্য অংশের ফিল্ম নির্মাতাদেরও আহ্বান জানাবেন এই ফিল্ম সিটিতে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আকারে-ইঙ্গিতে বুঝিয়ে বলেন, প্রতিযোগিতা থাকা ভাল। তবে কেউ ভয় পাইয়ে কিছু নিয়ে যেতে চাইলে আমি সেটা হতে দেব না। যদি কারোর হিম্মত থাকে, সে পারতে এখান থেকে কোনও উদ্যোগ বাইরে নিয়ে গিয়ে দেখাক। অন্যদিকে দলের সেকেন্ড ইন কমান্ড সঞ্জয় রাউতের কটাক্ষ, গতকাল দেখলাম যোগীজি এক ফাইভ স্টার হোটেলে অক্ষয় কুমারের সঙ্গে দেখা করেছেন। মনে হল অক্ষয় হয়তো আমের ঝুড়ি নিয়ে গিয়েছেন উপহার দিতে।

আরও পড়ুন: ফের গ্রেফতার কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি কারনান, এবার অভিযোগ আরও গুরুতর

Next Article