ফের গ্রেফতার কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি কারনান, এবার অভিযোগ আরও গুরুতর
২০১৭ সালে কলকাতা হাই কোর্টের বিচারপতি থাকাকালীন তাঁকে গ্রেফতার করা হয়েছিল। আদালত অবমাননার অভিযোগে কলকাতা হাই কোর্টের বিচারপতি থাকার সময় তিনি গ্রেফতার হন। সেই বার ছয় মাসের জেল সাজা কাটিয়ে ফিরে এসেছিলেন
TV9 বাংলা ডিজিটাল: ফের গ্রেফতার হলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রাক্তন প্রধান বিচারপতি সিএস কারনান (CS Karnan)। সুপ্রিম ও হাই কোর্টের বিচারপতি এবং তাঁদের স্ত্রী’দের নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে গ্রেফতার করা হয়েছে তাঁকে। বুধবারই প্রাক্তন বিচারপতিকে গ্রেফতার করেছে চেন্নাই পুলিস (CS Karnan Arrested)। সিএস কারনানের বিরুদ্ধে অভিযোগ, তিনি আদালতের মহিলা বিচারপতিদের বিরুদ্ধে ন্যাক্কারজনক মন্তব্য করেছেন।
সিএস কারনান সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের বিচারপতি এবং তাঁদের স্ত্রী সম্পর্কে শুধুমাত্র কটূক্তি করেই থেমে থাকেননি। সেই মন্তব্যের ভিডিয়ো ইউটিউবেও আপলোড করে দেন। এই ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হলেও চেন্নাই পুলিস কোনও ব্যবস্থা নেয়নি। মাদ্রাজ় হাই কোর্ট পুলিসের ভূমিকাকে ভর্ৎসনা করে। তোপ দাগার পরই নড়েচড়ে বসে প্রশাসন। বুধবার গ্রেফতার হতে হয় কারনানকে।
তবে এর আগেও কারনান একাধিক বির্তকে জড়িয়েছেন। ২০১৭ সালে কলকাতা হাই কোর্টের বিচারপতি থাকাকালীন তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সেই বার ছয় মাসের জেল সাজা কাটিয়ে ফিরে এসেছিলেন। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জেএস খেহর পশ্চিমবঙ্গ পুলিসকে নির্দেশ দেন, অবিলম্বে যেন গ্রেফতার করা হয় কারনানকে। তবে সেই বার খুব সহজে পুলিসকে ধরা দেননি কারনান। শীর্ষ আদালতের নির্দেশ জারি হওয়ার পর বেশ কয়েকদিন পালিয়ে বেড়ান তিনি। শেষ পর্যন্ত মোবাইল টাওয়ারের লোকেশন থেকে ধরা পড়ে যান।
আরও পড়ুন: ইতিহাসে প্রথমবার! ভাতের জন্য ভারতের ভরসায় চিন
২০১৬ সালে মাদ্রাজ় হাই কোর্ট থেকে কলকাতা হাই কোর্টে স্থানান্তরিত হয়েছিলেন কারনান। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে লেখা তাঁর একটি চিঠি শোরগোল ফেলে দিয়েছিন। চিঠিতে তিনি বরিষ্ঠ বিচারপতিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। বিচারপতির আসনে থাকাকালীন জেলে যাওয়ার নিদর্শন এখনও পর্যন্ত কারনানের নামেই রয়েছে। বর্ণময় চরিত্রের এই প্রাক্তন বিচারপতি গত লোকসভা নির্বাচনেও লড়েছিলেন। ২০১৮ সালে তাঁর নিজের তৈরি দল অ্যান্টি-করাপশন ড্যায়নামিক পার্টি অবশ্য অবশ্য নির্বাচনে খুব একটা দাগ কাটতে পারেনি।
আরও পড়ুন: একগুঁয়ে সরকার, অনড় অন্নদাতারাও! ক্ষেতের লড়াই কীভাবে রাজধানীতে আছড়ে পড়ল?