নয়া দিল্লি: বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর), রাতে সংসদে পাশ হল ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল। বিল পাশের পর, এই ঐতিহাসিক বিলের প্রশংসা করেছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান এই বিল পাশকে ‘নারী শক্তির ক্ষমতায়নের দিকে দেশের যাত্রার এক মাইলফলক’ বলে অভিহিত করেছেন। রাজ্যসভায় তিনি বলেন, হিন্দু ধর্ম অনুসারে বৃহস্পতিবারই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এই দিনে মহিলা সংরক্ষণ বিল পাশের মতো ঐতিহাসিক ঘটনা ঘটায়, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।
#WATCH | " It is only a coincidence…as per Hindu calendar, today is Prime Minister Narendra Modi's birthday", says Rajya Sabha Chairman and Vice President Jagdeep Dhankhar pic.twitter.com/NLjD26kZiS
— ANI (@ANI) September 21, 2023
এদিকে, বিলটি পাশ হওয়ার পর, রাতেই মহিলা সাংসদদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলা সাংসদদের সঙ্গে ছবিও তোলেন তিনি। বিলটি পাশ হওয়ার আনন্দে মহিলা সাংসদদের অনেকে নিজেদের মধ্যে মিষ্টি বিতরণও করেন। বিলটি পাশের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন তাঁরা। প্রধানমন্ত্রী মোদীও আইনটিকে সমর্থন করার জন্য দেশের সকল সাংসদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, “আমাদের মহিলা সাংসদরা নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ হওয়ায় রোমাঞ্চিত। তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে আমি সম্মানিত। ”
Had the honor of meeting our dynamic women MPs who are absolutely thrilled at the passage of the Nari Shakti Vandan Adhiniyam.
It is gladdening to see the torchbearers of change come together to celebrate the very legislation they have championed.
With the passage of the Nari… pic.twitter.com/et8bukQ6Nj
— Narendra Modi (@narendramodi) September 21, 2023
বিলটি পাশের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’ নিছক কথার কথা নয়। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেছেন, “আমরা প্রায়শই বলি মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। আজ, প্রধানমন্ত্রী আবার প্রমাণ করলেন এগুলো ফাঁপা কথা নয়।”
দেশের নিবন্ধিত ভোটারের সংখ্যা ৯৫ কোটি। এর প্রায় অর্ধেকই মহিলা। কিন্তু সাংসদদের মধ্যে মহিলা প্রতিনিধিত্ব মাত্র ১৫ শতাংশ। রাজ্য বিধানসভায় ১০ শতাংশ। এই অবস্থায়, লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে বিলটিতে। লোকসভায় উপস্থিত ৪৫৬ সাংসদের মধ্যে মাত্র দুজন বিলটির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। রাজ্যসভায় অবশ্য ২১৫ জন সাংসদ সর্বসম্মতভাবে বিলটির পক্ষে ভোট দিয়েছেন। ফলে বিলটি সংসদীয় অনুমোদন পেয়েছে। এখন বিলটি পাঠানো হবে রাজ্য বিধানসভাগুলিতে। তবে, জনগণনা এবং বিধানসভা ও লোকসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্বিন্যাসের পরই অবশ্য এই বিল কার্যকর করা যাবে।
বিল অনুযায়ী, লোকসভার ১৮১টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে। লোকসভায় তপশিলি জাতির জন্য সংরক্ষিত ৮৪টি আসনের ৩৩ শতাংশ এখন মহিলাদের জন্য সংরক্ষিত হবে। তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত ৪৭ আসনেরও 33 শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত হবে। পাশাপাশি, সমস্ত বিধানসভাগুলিতেও ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে।