AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fact Check: পুঞ্চে সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকসেনার দাবি স্থানীয়দের, খারিজ করল সেনা

Jammu and Kashmir: বস্তুত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। বেছে-বেছে ছাব্বিশ জন নীরিহ পর্যটককে খুন করে জঙ্গিরা। এরপরই পাকিস্তানকে পাল্টা জবাব দেয় ভারত।

Fact Check: পুঞ্চে সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকসেনার দাবি স্থানীয়দের, খারিজ করল সেনা
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Edited By: | Updated on: Aug 05, 2025 | 11:08 PM
Share

জম্মু ও কাশ্মীর: ফের জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে গোলাবর্ষণ করেছে পাকিস্তান। অপারেশন সিঁদুরের পর আবারও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পড়শি দেশ। এমনটাই জানান সেখানকার (পুঞ্চের) বাসিন্দারা। আর সেই খবর ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। এরপরই মুখ খোলে ভারতীয় সেনা। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, এখনও পর্যন্ত কোনও রকম সংঘর্ষবিরতি লঙ্ঘন হয়নি।

মঙ্গলবার রাতে পুঞ্চের বাসিন্দারা জানান, তাঁরা আকাশে আলোর ঝলকানি দেখতে পান। কিছু শব্দও শোনেন। তাঁদের দাবি, পাকিস্তান হয়ত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এরপর এই ভুয়ো খবরটিই ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। তবে খানিক বাদেই সেনার তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, “নিয়ন্ত্রণরেখা বরাবর কোনও যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেনি।”

এর আগে মে মাসে ভারত-পাকিস্তানের সংঘাতের আবহেই পাক সেনা সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেন। গত ৯ মে শুক্রবার গভীর রাতে জম্মু সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) পোস্টগুলিতে পাকিস্তান রেঞ্জার্স বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীও।

বস্তুত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। বেছে-বেছে ছাব্বিশ জন নীরিহ পর্যটককে খুন করে জঙ্গিরা। এরপরই পাকিস্তানকে পাল্টা জবাব দেয় ভারত। ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালানো হয়। গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গি ঘাঁটি গুলি। তারপরও চুপ থাকেনি পাকিস্তান। পাল্টা হামলা চালায় তারাও। ভারত-পাকিস্তান সেই সংঘাতের আবহেই তখন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান।