JEE Main Result: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স মেইনের ফল, বাংলা থেকে প্রথম ব্রতীন মণ্ডল

JEE Main: সারা দেশে মোট ৭ লক্ষ ৯ হাজার পড়ুয়া ৩৩৪ টি জায়গার ৯১৫টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেন। শুক্রবার প্রকাশিত এনটিএ জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার ( NTA JEE main 2021) ফল দেখা যাবে jeemain.nta.nic.in and nta.ac.in.-এই সরকারি ওয়েবসাইটে।

JEE Main Result: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স মেইনের ফল, বাংলা থেকে প্রথম ব্রতীন মণ্ডল
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2021 | 12:18 AM

দেশ: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স মেইনের ফলাফল (session 3)। এ বছর পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষেরও বেশি পড়ুয়া। তাতে প্রথম স্থান অধিকার করেছেন অন্ধ্র প্রদেশের বাসিন্দা করণম লোকেশ। আর এ রাজ্য থেকে প্রথম স্থান অধিকার করেছেন ব্রতীন মণ্ডল।

সারা দেশে মোট ৭ লক্ষ ৯ হাজার পড়ুয়া ৩৩৪ টি জায়গার ৯১৫টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেন। শুক্রবার প্রকাশিত এনটিএ জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার ( NTA JEE main 2021) ফল দেখা যাবে jeemain.nta.nic.in and nta.ac.in.-এই সরকারি ওয়েবসাইটে।

উল্লেখ্য, শুধুমাত্র বিটেক বা পেপার ওয়ানের স্কোরকার্ড প্রকাশিত হয়েছে এদিন। পেপার টু-র BArch অ্যাডমিশন এর আগে চার বার বাতিল হয়েছে। শুধুমাত্র বিটেক পেপার হয়েছে। জয়েন্ট এন্ট্রান্স মেইন ২০২১-এর সেশন ফোর-এর জন্য পরীক্ষার্থীরা আবার মার্চ মাসে বসতে পারেন। গত ২০, ২২, ২৫ এবং ২৭ জুলাই দেশজুড়ে জয়েন্ট এন্ট্রান্স মেইনের সেশন থ্রি-র কম্পিউটার বেসড টেস্ট বা (CBT) অনুওষ্ঠিত হয়।

কীভাবে দেখবেন ফলাফল:

১) জয়েন্ট এন্ট্রান্স মেইনের (JEE Main Result 2021) দেখার জন্য jeemain.nta.nic.in -এই ওয়েবসাইটে যেতে হবে।

২) তারপর ক্লিক করতে হবে “JEE (Main) – 2021 Session – 3 -Results” অংশে। লগ ইন ডিটেইল দেওয়ার পর সাবমিট অংশে ক্লিক করতে হবে।

৩) তারপরেই কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠবে আপনার জয়েন্ট এন্ট্রান্স মেইনের ফলাফল। এই অংশ ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন।

উল্লেখ্য বাংলা থেকে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হওয়া ব্রতীন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও তাক লাগিয়ে দিয়েছেন। সেখানে তৃতীয় হয়েছেন তিনি। তাঁর ফলের খবর পাওয়ার পরেই উল্লাসে ফেটে পড়ে ব্রতীন এর পরিবার। পাশাপাশি ফলাফলের খবর আসতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকারা। তাঁরা জানাচ্ছেন, ব্রতীন যে এমন কাণ্ড ঘটাবেন তা তাঁরা আন্দাজ করেছিলেন।

আর ব্রতীন জানাচ্ছেন, দিনে ১০ থেকে ১২ ঘণ্টা পড়াশোনা ছিল তাঁর রুটিন। ব্রতীনের স্বপ্ন বেসিক সায়েন্স অথবা আইআইটি-তে ইঞ্জিনিয়ারিং করতে চান। তিনি জানাচ্ছেন, কোচিং থেকে ক্লাস, সবটাই করেছেন মন দিয়ে। ব্রতীনের দাদু বলছেন, নাতি সাঙ্ঘাতিক পড়াশোনা করত। তবে ভলিবল খেলাতেও সে তুখোড়। জয়েন্টের আগে অবশ্য নাতি শুধুই পড়া আর পড়া নিয়েই মেতে থাকত। আরও পড়ুন: সন্তান চাইলে মায়ের পদবিও ব্যবহার করতে পারে, মেয়ে মানেই অধিকার শুধু বাবার নয়: দিল্লি হাইকোর্ট