সন্তান চাইলে মায়ের পদবিও ব্যবহার করতে পারে, মেয়ে মানেই অধিকার শুধু বাবার নয়: দিল্লি হাইকোর্ট
দিল্লি হাইকোর্ট একটি মামলার পর্যবেক্ষণে জানিয়েছে, প্রত্যেক সন্তানের অধিকার রয়েছে নিজের মায়ের পদবি ব্যবহার করার।
নয়া দিল্লি: কেরলের পর দিল্লি হাইকোর্ট। একই দিনে জোড়া ঐতিহাসিক পর্যবেক্ষণ দুই আদালতের। শুক্রবার কেরল হাইকোর্ট প্রথমে ‘বৈবাহিক-ধর্ষণ’কে স্বীকৃতি দিয়েছিল বিবাহ-বিচ্ছেদ চাওয়ার প্রধান কারণ হিসেবে। এরপর দিল্লি হাইকোর্ট একটি মামলার পর্যবেক্ষণে জানিয়েছে, প্রত্যেক সন্তানের অধিকার রয়েছে নিজের মায়ের পদবি ব্যবহার করার। একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, কোনও বাবার এই অধিকার নেই যে সে নিজের কন্যাসন্তানকে বাধ্য করবে শুধুমাত্র তাঁর পদবি ব্যবহার করার জন্য। শুক্রবার একটি মামলার শুনানি চলাকালীন পর্যবেক্ষণে এমনটাই জানান দিল্লি হাইকোর্টের বিচারপতি রেখা পাল্লি।
এক বাবা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কারণ তাঁর মেয়ে, যার বয়স এখনও ১৮-র কম, সে বাবার বদলে নিজের মায়ের পদবি ব্যবহার করে। এই ব্যবহারের বিরুদ্ধেই আবেদন জানিয়ে আদালতে দ্বারস্থ হলে ওই ব্যক্তির আবেদন সরাসরি খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। বিচারপতি নিজের পর্যবেক্ষণে জানান, প্রত্যেক সন্তানের অধিকার রয়েছে নিজের মায়ের পদবি ব্যবহার করার। কোনও কন্যা বাবার একার সম্পত্তি নয় যে সে শুধুমাত্র তার পদবিই ব্যবহার করবে।
মায়ের পদবি ব্যবহার করার বিরুদ্ধে ওই ব্যক্তি আদালতের দ্বারস্থ হলে আবেদনকারীর আইনজীবীকেও দু-কথা শুনিয়ে দেন বিচারপতি। তিনি প্রশ্ন করেন, “কেন (মেয়েটি) মায়ের পদবি ব্যবহার করতে পারবে না? বলতে খারাপ লাগছে, কিন্তু এই আপনাদের মানসিকতা!” আবেদনকারী ব্যক্তির যুক্তি ছিল, যেহেতু তাঁর মেয়ে এখনও নাবালিকা, তাই এই ধরনের সিদ্ধান্ত এখন বাবাই নিতে পারবেন। যার পাল্টা বিচারপতি রেখা পাল্লি বলেন, “বাচ্চা মেয়েটি যদি নিজের পদবি নিয়ে খুশি থাকে, তাহলে আপনার সমস্যাটা কোথায়?”
দীর্ঘ শুনানির পর মামলাটির কোনও সারবত্তা নেই বলে সরাসরি খারিজ করে দেয় আদালত। যদিও মামলাকারী যদি চান মেয়ের স্কুলের নামে তাঁর পদবি থাকুক, তবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকেই সেই আবেদন জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, যে কোনও সন্তান চাইলেই তার মায়ের পদবি ব্যবহার করতে পারবে। বাবা কখনই কোনও সন্তানকে নিজের পদবি ব্যবহারে বাধ্য করতে পারেন না। আরও পড়ুন: ‘বৈবাহিক ধর্ষণ’ ডিভোর্স চাওয়ার প্রধান কারণ হতে পারে, ঐতিহাসিক রায় কেরল হাইকোর্টের