Teacher: ক্লাসে ছাত্রীদের পর্ন দেখানোর অভিযোগ, শিক্ষকের মুখে কালি লাগিয়ে জুতোর মালা পরালেন মহিলারা

Jharkhand: স্কুলের ৬-৭ জন ছাত্রী তাদের পরিবারের লোকেদের জানান, ওই শিক্ষক তাদের অশ্লীল ভিডিয়ো দেখিয়েছেন এবং অশালীন ভাবে শরীরে হাত বুলিয়েছেন।

Teacher: ক্লাসে ছাত্রীদের পর্ন দেখানোর অভিযোগ, শিক্ষকের মুখে কালি লাগিয়ে জুতোর মালা পরালেন মহিলারা
শিক্ষকের মুখে কালি লাগিয়েছেন মহিলারা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2022 | 3:24 PM

সিংভূম: স্কুলে ক্লাস নিতে গিয়েছিলেন শিক্ষক। পড়াতে গিয়ে ক্লাসরুমের ভিতরে ছাত্রীদের পর্ন দেখানোর অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। পর্ন দেখানোর পাশাপাশি ছাত্রীদের গায়ে অশালীন ভাবে হাত দেওয়ার অভিযোগও ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই ক্ষিপ্ত হন গ্রামবাসীরা। এর পর ওই গ্রামের মহিলারা ওই শিক্ষকের মুখে কালি মাখান। তার পর জুতোর মালা পরিয়ে দেন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায়। খবর পেয়ে ওই শিক্ষককে উদ্ধার করে আটক করে পুলিশ। এর পর পুলিশ ফাঁসির সামনে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান অভিযুক্তের শাস্তির দাবিতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম সিংভূম জেলার নোয়ামুন্ডি ব্লকের ওই স্কুলের ৬-৭ জন ছাত্রী তাদের পরিবারের লোকেদের জানান, ওই শিক্ষক তাদের অশ্লীল ভিডিয়ো দেখিয়েছেন এবং অশালীন ভাবে শরীরে হাত বুলিয়েছেন। এই ঘটনার কথা জানাজানি হতেই গ্রামের মহিরা জড়ো হন। এর পর ওই শিক্ষকের মুখে কালি মাখান তাঁরা। তার পর জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরান। এরপর পুলিশ এসে উদ্ধার করে অভিযুক্ত শিক্ষককে। এর পর অভিযুক্তের শাস্তির দাবিতে গ্রামবাসীরা বেশ কয়েক ঘণ্টা ধর্নায় বসেন থানার সামনে। এর পর কিরিবিরুর সার্কেল ইনস্পেক্টর বীরেন্দ্র এক্কা বিক্ষোভরত মহিলাদের সঙ্গে কথা বলে ধর্না তোলেন।

ঘটনা নিয়ে বড়জামদা থানার অফিসার ইন চার্জ বাসুদেব টোপ্পো জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।