নয়া দিল্লি: বিশ্ববিদ্যালয় চত্বরে আর ধরনা নয়। কোনও পড়ুয়া বিশ্ববিদ্যালয় চত্বরে অ্যাকাডেমিক ভবনের ১০০ মিটারের মধ্যে ধরনা-আন্দোলন করলে তাকে ২০ হাজার টাকা জরিমানা দিতে হবে। এমনকি গুরুতর অপরাধের ক্ষেত্রে পড়ুয়াকে বহিষ্কৃতও করা হতে পারে। এমনই নির্দেশিকা জারি করেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) কর্তৃপক্ষ। এছাড়া কোনও পড়ুয়ার বিরুদ্ধে দেশবিরোধী স্লোগান দিলে অথবা কোনও ধর্ম, জাতি বা সম্প্রদায়কে প্ররোচিত করার অভিযোগ প্রমাণিত হলে ১০ হাজার টাকা জরিমানা করা হবে।
জেএনইউ-এর অ্যাকাডেমিক ভবনের ১০০ মিটারের মধ্যে ধরনা আন্দোলন করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অ্যাকাডেমিক বিল্ডিংয়ের আওতায় পড়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি, চেয়ারপার্সন, ডিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকদের অফিস, বাসভবনও। জেএনইউ-এর চিফ প্রোক্টর আধিকারিক জানান, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শৃঙ্খলা ও যথাযথ আচরণ মেনে চলার জন্য গত ২৪ নভেম্বরই বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটি এই নির্দেশিকা মঞ্জুর করেছিল। এই নির্দেশিকা মোতাবেক, জেএনইউ-এর অ্যাকাডেমিক ভবনের ১০০ মিটারের মধ্যে ধরনা, পোস্টার নিয়ে বিক্ষোভ, অনশন বা যে কোনও ধরনের আন্দোলন করলে পড়ুয়াকে ২০ হাজার টাকা জরিমানা দিতে হবে অথবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত করা হতে পারে।
জেএনইউ-এর নির্দেশিকায় আরও জানানো হয়েছে, ধরনা-আন্দোলনের পাশাপাশি ফ্রেশারদের জন্য ওয়েলকাম পার্টি, শেষবর্ষের পড়ুয়াদের জন্য ফেয়ারওয়েল বা ডিজে ইভেন্ট করতে হলেও আগে থেকে অনুমতি নিতে হবে। না হলে শাস্তির মুখে পড়তে হবে। সেক্ষেত্রে পড়ুয়াদের ৬ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চে একটি ঘটনাকে কেন্দ্র করে গত সপ্তাহে ঐশী ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার চিঠি দেওয়া হয়েছে।