Mysterious hole: বায়ুসেনা ঘাঁটির প্রাচীর লাগোয়া রহস্যজনক গর্তের হদিশ, চাঞ্চল্য

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 12, 2023 | 10:09 AM

Ghaziabad Air Force: গাজিয়াবাদে হিন্দোন বায়ুসেনা ঘাঁটির সীমান্ত প্রাচীর লাগোয়া একটি বড় গর্তের হদিশ মিলেছে। কীভাবে এই গর্ত হল, কেউ অনুপ্রবেশের চেষ্টা করছে কিনা তা এখনও স্পষ্ট নয়। সুড়ঙ্গ করারর উদ্দেশ্যে এই গর্ত করা হয়েছিল নাকি অন্য কোনও কারণে গর্ত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

Mysterious hole: বায়ুসেনা ঘাঁটির প্রাচীর লাগোয়া রহস্যজনক গর্তের হদিশ, চাঞ্চল্য
গাজিয়াবাদ বায়ুসেনা ঘাঁটির প্রাচীর লাগোয়া রহস্যজনক গর্ত।
Image Credit source: TV9 Bangla

Follow Us

গাজিয়াবাদ: এ কীসের ইঙ্গিত! গাজিয়াবাদ বায়ুসেনা ঘাঁটির পাশে মিলল রহস্যজনক গর্ত। বায়ুসেনা ঘাঁটির সীমান্ত প্রাচীর-লাগোয়া একেবারে ৪ ফুট ব্যাসার্ধের গর্তের খোঁজ মিলেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। বায়ুসেনার তরফেও খবরটি নিশ্চিত করা হয়েছে এবং থানায় FIR দায়ের হয়েছে। সুড়ঙ্গ করারর উদ্দেশ্যে এই গর্ত করা হয়েছিল নাকি অন্য কোনও কারণে গর্ত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

বায়ুসেনার তরফে জানানো হয়েছে, গাজিয়াবাদে হিন্দোন বায়ুসেনা ঘাঁটির সীমান্ত প্রাচীর লাগোয়া একটি বড় গর্তের হদিশ মিলেছে। কীভাবে এই গর্ত হল, কেউ অনুপ্রবেশের চেষ্টা করছে কিনা তা এখনও স্পষ্ট নয়। গাজিয়াবাদের ডেপুটি পুলিশ কমিশনার শুভম প্যাটেল বলেন, গত ১০ ডিসেম্বর স্থানীয় বাসিন্দারাই হিন্দোন বায়ুসেনা ঘাঁটির পাঁচিলের পাশে একটি গর্ত দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়েছেন। এটা ৪ ফুট পরিধির গর্ত ছিল। একটি এফআইআর দায়ের হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, হিন্দোন বায়ুসেনা ঘাঁটি লাগোয়া রয়েছে হিন্দোন বিমানবন্দর। স্বাভাবিকভাবেই বায়ুসেনা ঘাঁটির প্রাচীরে রহস্যজনক গর্তের হদিশ পাওয়ায় বিমানবন্দরেও আতঙ্ক ছড়িয়েছে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় বিমানবন্দর চত্বরে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতেও সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ ও বায়ুসেনার পদস্থ আধিকারিকেরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন। পাশাপাশি মাটি চাপা দিয়ে গর্তটি বন্ধ করার কাজও শুরু হয়েছে।

Next Article