নয়া দিল্লি: সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। অধিবেশন শুরুতেই একাধিক ইস্যু ঘিরে শাসক-বিরোধী দ্বৈরথে সংসদের অভ্যন্তরে চড়ছে পারদ। এর মধ্যেই অন্য এক ইস্যুতে সরগরম হয়ে উঠল দিল্লির রাজপথ। সংসদে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা ঘিরে পথে নামলেন একদল সাংবাদিক। প্রতিবাদে দিল্লির প্রেস ক্লাব থেকে সংসদ অবধি মিছিল করেন একদল সাংবাদিক। সাংবাদিকদের অভিযোগ সংসদ অধিবেশনের যাবতীয় কভারেজ থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। তাঁদের দাবি অবিলম্বে সংসদ চত্বর ও অধিবেশন কক্ষের প্রেস কর্ণারে সাংবাদিক প্রবেশের যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক।
সাংবাদিকদের বিক্ষোভ মিছিলে, অনেক সিনিয়র সাংবাদিক, বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক, ক্যামেরা ম্যানরা যোগ দিয়েছিলেন। এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া, প্রেস অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান উইমেনস প্রেস কর্পস, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, ওয়ার্কিং নিউজ ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এই প্রতিবাদকে তাদের সমর্থন জানিয়েছে।
সূত্রের খবর করোনা ভাইরাসে আগমনের সময় থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও সংবাদ মাধ্যমের হাতে গোণা কয়েকজন প্রতিনিধি, ক্যামেরাম্যান ও ফটো জার্নালিস্টরা সংসদে প্রবেশ করতে পারতেন। প্রেস ক্লাব অব ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিনিয়র সাংবাদিক রাজদীপ সরদেশাই বলেন, “২০২০ সাল থেকে করোনাকে কারণ হিসেবে দেখিয়ে এই বিধিনিষেধ শুরু হয়েছিল। কিন্তু এখন এটা অনেক দূর চলে এসেছে। আমার মনে হয়েছে এখনই যদি আমরা এই সিদ্ধান্তে বিরুদ্ধে প্রতিবাদ না করি তবে অনেক দেরি হয়ে যাবে। হয়ত আগামী দিনে পাকাপাকিভাবে এই প্রথা চালু হয়ে যাবে।” তিনি জানিয়েছেন, বর্তমানে লটারির মাধ্যমে কয়েকজন সাংবাদিকে সংসদের প্রবেশপত্র দেওয়া হচ্ছে। এবং ছোট পত্র পত্রিকায় যারা কাজ করেন তাদের কোনও অনুমতি দেওয়া হচ্ছে না।
Restore the entry of journalists in the Parliament pic.twitter.com/fqWO0iKnd6
— Press Club of India (@PCITweets) December 2, 2021
সূত্রের খবর লটারি মাধ্যমে নির্বাচিত করে লোকসভায় ৬০ জন ও রাজ্যসভায় ৩২ জন সাংবাদিককে ঢুকতে দেওয়া হচ্ছে। অনেকের অভিযোগ নিজেদের পছন্দের সংবাদমাধ্যমের জন্য উভয় কক্ষেই আসন বরাদ্দ রয়েছে। প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি জয়শঙ্কর গুপ্ত জানিয়েছেন, সাংবাদিকদের প্রবেশাধিকারে বাধা “বৃহত্তর দৃষ্টিকোণ’ থেকে দেখা প্রয়োজন কারণ এটি শুধুমাত্র অধিবেশনের সময় সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার বিষয় নয় এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য আছে।
আজ সাংবাদিকদের মত একই দাবিতে সরব হয়ছেন রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, “সরকার চায় সংসদ বন্ধ থাকুক। তবে সরকারের ওপর মহল থেকে জনগণকে কোনও উত্তর দিতে হবে না। সেই নীতি অনুযায়ী সরকার কোনও উত্তর দিচ্ছেও না। সাংসদদের সাসপেন্ড করা হয়েছে, সংসদে মিডিয়ার প্রবেশ বন্ধ এর সঙ্গে সংসদ টিভিতে বিরোধী সাংসদদের বক্তব্য সেন্সর করা হচ্ছে। আমরা লোকসভার অধ্যক্ষ ও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের কাছে আবেদন করছি, এই সেন্সরশিপ বন্ধ করা হোক। অনেকেই বলছেন সংসদকে ‘সিক্রেট চেম্বারে’ পরিণত করা হচ্ছে। এটা অন্যায়।”