AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘নীতিবোধ’ শক্তিশালী করার পরামর্শ তাপসীর, মা তুলে অপমান কঙ্গনার

বৃহস্পতিবার সকালে তিনি একটি টুইট করে বলেন, "যদি একটি টুইট একতার ভিতকে নাড়িয়ে দেয়, একটি ঠাট্টা তোমাদের বিশ্বাসে কিংবা একটি শো তোমাদের ধর্ম বিশ্বাসে আঘাত করে, তবে অন্যদের কাছে প্রচারের শিক্ষক না হয়ে তোমাদেরই উচিত নিজেদের মূল্যবোধকে শক্তিশালী করে তোলার।"

'নীতিবোধ' শক্তিশালী করার পরামর্শ তাপসীর, মা তুলে অপমান কঙ্গনার
এবার টুইট যুদ্ধে তাপসী বনাম কঙ্গনা।
| Updated on: Feb 04, 2021 | 8:26 PM
Share

নয়া দিল্লি: কৃষক আন্দোলন নিয়ে বিভক্ত বলি পাড়া! সময়ের সঙ্গে আন্দোলন সমর্থনকারী ও বিরোধীদের মধ্যেও কাদা ছোড়াছুড়িও বাড়ছে। কৃষক আন্দোলনে সমর্থন জানানোয় আগেই অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu)-র বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন আরেক অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এবার আন্তর্জাতিক মহলে কৃষক আন্দোলনের চর্চার প্রেক্ষিতে তাপসীর টুইটের জবাবে তুই-তোকারি এবং মা-কে টেনে এনে অপমান শুরু করলেন কঙ্গনা।

ঘটনার সূত্রপাত মার্কিন পপ গায়িকা রিহানা (Rihanna)-র টুইট ঘিরে। তিনি কৃষক আন্দোলনের বিষয়টি তুলে ধরতেই অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও সেই টুইটটি নিয়ে আলোচনা শুরু করে। এরপরই আন্তর্জাতিক মহলের বিরুদ্ধে যুদ্ধে নামে মোদী সরকারের “সৈনিক”রা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-র টুইটের পরই ক্রিকেট থেকে সঙ্গীত মহলের বিভিন্ন তারকারা টুইট করে জানান, এটি দেশের অভ্যন্তরীণ বিষয়। নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমেই সমাধান করে নেওয়া হবে।

সরকারের সুরে সুর মেলানোর বিষয়টি তাপসী ভাল চোখে দেখেননি। বৃহস্পতিবার সকালে তিনি একটি টুইট করে বলেন, “যদি একটি টুইট একতার ভিতকে নাড়িয়ে দেয়, একটি ঠাট্টা তোমাদের বিশ্বাসে কিংবা একটি শো তোমাদের ধর্ম বিশ্বাসে আঘাত করে, তবে অন্যদের কাছে প্রচারের শিক্ষক না হয়ে তোমাদেরই উচিত নিজেদের মূল্যবোধকে শক্তিশালী করে তোলার।”

আরও পড়ুন: মার্চেই অসম-গুজরাটে উপনির্বাচন, ঘোষণা নির্বাচন কমিশনের

তাপসী এই টুইটে যে ঐক্যবদ্ধ ভারতের ডাককেই কটাক্ষ করেছেন, তা বুঝতে বাকি রাখে না। আর তাপসীর এই টুইট দেখেই পুরনো শত্রুতাকে তাজা করে নেওয়ার সুযোগ পেয়ে যান কঙ্গনা রানাউত। তিনি টুইটে সরাসরি তাপসীকে আক্রমণ করে বলেন, “যদি তোর মাকে গালাগালি দিই, জাতীয় মঞ্চে অপমান করি, তখন কি তোর বিশ্বাসে আঘাত লাগবে? আমি জানি, তখন নিজের মায়ের প্রতি ভালবাসাকেই আরও বাড়িয়ে তুলবি এবং কিছু করবি না। সেই কারণেই তো তোর মতো মানুষ অন্যের রুটিতে পালিত হয়। কখনও প্রতিষ্ঠিত হতে পারে না। এবার চুপ কর।”

তবে এখানেই ক্ষোভ মেটেনি বলিউডের “কুইন”-র। তিনি আরও যোগ করে বলেন, “বি-গ্রেড লোকজনের বি-গ্রেড চিন্তাভাবনা। নিজের দেশ, পরিবারের বিশ্বাসের জন্য মানুষের সবসময় রুখে দাঁড়ানো উচিত। এটাই কাজ, এটাই ধর্ম। বিনামূল্যে কেবল ভাগ করে যাবে, এমন মানুষ তৈরি হও না। এরাই দেশের বোঝ, সেই কারণেই আমি এদের বি-গ্রেড বলি। এইধরনের বিনামূল্যে সুবিধাভোগীদের উপেক্ষা করাই উচিত।” উল্লেখ্য, কঙ্গনার কোকড়ানো চুলের সঙ্গে তাপসীর চুলের তুলনা করাতেই তিনি তাপসীকে “সস্তা কপি” ও “বি-গ্রেডের অভিনেত্রী” বলে উল্লেখ করেছিলেন।

গতকাল রিহানা কৃষক আন্দোলন নিয়ে টুইট করার পরই কঙ্গনা তাঁকে আক্রমণ করে বলেছিলেন, “কেউ কথা বলছে না কারণ ওঁরা কৃষক নয়, ওঁরা জঙ্গি। দেশকে ভাগ করতে চাইছে যাতে চিন সহজেই এই ভেঙে পড়া দেশের উপর দখল নিয়ে চিনা কলোনিতে পরিণত করতে পারে, ঠিক যেমন আমেরিকাকে করেছে।” রিহানাকে বোকা বলে সম্বোধন করে কঙ্গনা আরও বলেন, চুপ করে বসে থাকো, আমরা তোমাদের মতো নিজের দেশকে বিক্রি করছি না”।

আরও পড়ুন: ‘হুমকিতেও দমব না’, মামলার জবাবে টুইট গ্রেটা থুনবার্গের