কানপুর: রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এক ব্যক্তি। তাঁকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করছে সঙ্গে থাকা বেশ কয়েকজন। আর সেই ব্যক্তির ছোট্ট মেয়ে কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরে বলছে, ‘তোমরা ছেড়ে দাও।’ স্থানীয়দের মোবাইলে রেকর্ড করা এমনই এক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে আজ। উত্তর প্রদেশের কানপুরের ঘটনা। ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে কানপুর পুলিশ। অন্তত ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
কানপুর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এক স্থানীয় ব্যক্তি যার একটি বিয়েবাড়ির ব্যান্ডের ব্যবসা, তাঁর ছেলে ও আরও ১০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে, যে জায়গায় ঘটনাটি ঘটেছে, তার থেকে মাত্র ৫০০ মিটার দূরেই বজরং দলের এই বৈঠক ছিল। ওই বৈঠকের পরেই এই ঘটনা। এই অভিযোগে বজরং দলের যোগ আছে বলে অনুমান পুলিশের।
জানা গিয়েছে, বজরং দলের বৈঠকে আলোচনা হয়েছে ওই এলাকার মুসলিম পরিবারগুলি হিন্দু ধর্মের মেয়েদের ধর্মান্তরিত করার চেষ্টা করছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বসবাস করেন, এমন এক মুসলিম পরিবারের আত্মীয় এই ব্যক্তি। তাঁদের সঙ্গে তাঁদের এক হিন্দু প্রতিবেশীর আইনি বিবাদ চলছে। গত জুলাই মাসে একে অপরের বিরুদ্ধে এফআইআরও দায়ের করে দুই পরিবার। প্রথমে মুসলিম পরিবার এফআইআর করে। পরে অপর পরিবারও অভিযোগ দায়ের করেছে। হিন্দু পরিবারের অভিযোগ, আদতে এক মহিলার ধর্ম পরিবর্তন করার চেষ্টা করছে পরিবারটি। এই অভিযোগ সামনে আসার পরই বজরং দল বিষয়টিতে নাক গলায়।
অভিযোগকারী ব্যক্তি জানিয়েছেন, তিনি একজন ই-রিক্সা চালক। বৃহস্পতিবার বিকেল ৩ টে নাগাদ তিনি তাঁর ই-রিক্সা নিয়ে বেরিয়েছিলেন, সঙ্গে ছিল তাঁর মেয়ে। তিনি অভিযোগে জানিয়েছেন, আচমকা বেশ কয়েকজন ছুটে এসে তাঁর ওপর হামলা করে ও তাঁর পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয়। কানপুরের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক রবীনা ত্যাগী জানিয়েছেন, তাঁরা একটি ভিডিয়ো দেখেছেন, যেখানে একজন ব্যক্তিকে হেনস্থা করা হচ্ছে। এই ভিডিয়ো-র পরিপ্রেক্ষিতে এফআইআর হয়েছে। আইনি পথে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, কয়েকদিন আগেই যন্তর মন্তরে ওঠে মুসলিম বিরোধী স্লোগান। একটি মিছিলে ওই স্লোগান ওঠার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর বিজেপি নেতা সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সুপ্রিম কোর্টের আইনজীবী ও দিল্লি বিজেপির প্রাক্তন মুখপাত্র অশ্বীনী উপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। যদিও তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই ভিডিয়ো সম্পর্কে তিনি কিছুই জানেন না, তবে মিছিলে উপস্থিত পাঁচ-ছয়জন এমন কিছু স্লোগান দিয়েছেন, যা সঠিক নয়। আরও পড়ুন: ‘খেলা দিবসে’র আগে ত্রিপুরা যাচ্ছেন তৃণমূল সাংসদেরা, ফের যেতে পারেন জয়া, সুদীপ, দেবাংশুও