বেঙ্গালুরু: স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেওয়া স্বামীর কর্তব্য। আইন ও ধর্মীয়- উভয় দিক থেকেই এই দায়িত্ব পালন করা স্বামীর কর্তব্যের মধ্যে পড়ে। এক যুবকের এই বিষয়ে দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে এমনই রায় দিয়েছে কর্ণাটক হাইকোর্ট (Karnataka High court)।
আদালত সূত্রে জানা গিয়েছে, এক হিন্দু যুবক সম্প্রতি স্ত্রী ও মেয়ের খোরপোষের আর্থিক অঙ্কের পরিমাণ কম করার আর্জি জানিয়ে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হন। নিম্ন আদালত ওই যুবককে প্রতি মাসে স্ত্রীকে ৩ হাজার টাকা ও মেয়েকে আড়াই হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই আদালতের দ্বারস্থ হন ওই যুবক। তাঁর পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয় বলে জানান। সেই মামলার প্রেক্ষিতেই বড় রায় দিল কর্ণাটক হাইকোর্ট।
কর্ণাটক হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত বলেন, “স্ত্রী ও সন্তানের দেখভাল করা স্বামীর কর্তব্য। স্বামীর এই কর্তব্যের কথা আইন ও ধর্ম- উভয়তেই রয়েছে। মামলাকারী যে ধর্মাবলম্বী, সেই ধর্মেও এটা রয়েছে।”
বিচারপতি আরও জানান, স্বামী এবং স্ত্রী পরিকল্পনা করেই সন্তান নিয়েছিলেন। তাই নিয়ম অনুযায়ী স্ত্রী ও সন্তানের দায়িত্ব তাঁকেই নিতে হবে। যদিও ওই যুবকের আইনজীবী জানান, তাঁকে বয়স্ক বাবা, মাকেও দেখতে হবে। কিন্তু, ওই যুবক আদৌ তাঁর বয়স্ক বাবা, মাকে দেখেন কিনা তার বিস্তারিত তথ্য আদালত পায়নি। তবে তাঁর বাবা পেনশন পান এবং সেটা দিয়ে তাঁদের সংসার চলে বলে আদালতে জানিয়েছেন যুবক। তার প্রেক্ষিতেই ওই যুবকের আর্জি খারিজ করে দিয়ে নিম্ন আদালতের রায় বহাল রাখে কর্ণাটক হাইকোর্ট।