Karnataka: রামায়ণ-মহাভারত কাল্পনিক কাহিনি না ইতিহাস? বিতর্কে জড়িয়ে বরখাস্ত শিক্ষিকা
Karnataka: শুধু রামায়ণ-মহাভারতকে কাল্পনিক বলাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও ওই শিক্ষিকা অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক বেদ্যস কামাথ। ২০০২ সালের গোধরা কাণ্ড এবং বিলকিস বানো গণধর্ষণ মামলার উল্লেখ করে, ছাত্র-ছাত্রীদের মনে ঘৃণা তৈরির চেষ্টার অভিযোগও উঠেছে শিক্ষিকার বিরুদ্ধে।
বেঙ্গালুরু: মহাভারত, রামায়ণ কাল্পনিক কাহিনি না ইতিহাস? বিতর্কিত প্রশ্ন তুলে ডানপন্থী গোষ্ঠীর বিক্ষোভের মুখে পড়লেন কর্নাটকের ম্যাঙ্গালুরুর এক স্কুলশিক্ষিকা। শেষ পর্যন্ত বিতর্কের মুখে তাঁকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। শুধু রামায়ণ-মহাভারতকে কাল্পনিক বলাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও ওই শিক্ষিকা অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক বেদ্যস কামাথ। ২০০২ সালের গোধরা কাণ্ড এবং বিলকিস বানো গণধর্ষণ মামলার উল্লেখ করে, ছাত্র-ছাত্রীদের মনে ঘৃণা তৈরির চেষ্টার অভিযোগও উঠেছে শিক্ষিকার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে ম্যাঙ্গালুরুর সেন্ট গেরোসা ইংলিশ এইচআর প্রাইমারি স্কুলে। বেদ্যস কামাথের সমর্থকদের দাবি, সম্প্রতি সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পড়ানোর সময়, অভিযুক্ত শিক্ষিকা দাবি করেন, মহাভারত এবং রামায়ণ ‘কাল্পনিক কাহিনি’। অভিভাবকরাও জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের তিনি বলেছিলেন যে, রাম এক ‘পৌরাণিক চরিত্র’। এরপরই ওই শিক্ষিকাকে বরকাস্তের দাবিতে স্কুলের বাইরে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি কর্মীরা। বিজেপি বিধায়ক বলেছেন, “কেউ যদি এই ধরনের শিক্ষকদের সমর্থন করেন, তাহলে তাঁর নৈতিকতা নিয়েই প্রশ্ন উঠে যাবে। কেন এই শিক্ষিকাকে কাজে বহাল রাখা হবে? খ্রিষ্টানরা যীশুর পুজো করেন। তিনি তো শান্তি কামনা করেন। কিন্তু এই শিক্ষিকা বলছেন, ভগবান রামের গায়ে দুধ ঢালা অপব্যয়। কেউ যদি আপনার বিশ্বাসকে অপমান করে, আপনি কি চুপ করে থাকবেন?”
এই বিক্ষোভের মুখে, ওই শিক্ষিকাকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। বিষয়টির তদন্ত করছে পাবলিক ইনস্চ্রাকশন বিভাগ। তবে, এখনও পর্যন্ত এই ঘটনার প্রেক্ষিতে ওই শিক্ষিকার বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা হয়নি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, “সেন্ট গেরোসা স্কুলের ৬০ বছরের ইতিহাসে আজ পর্যন্ত, এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। এই দুর্ভাগ্যজনক ঘটনায় আমাদের প্রতি অনেকের অবিশ্বাস তৈরি হয়েছে। তবে আমরা মনে করি, এটা সাময়িক। আমরা এই বিষয়ে পদক্ষেপ করছি। আপনাদের সহযোগিতা পেলে আমরা ফের আমাদের প্রতি আস্থা ফেরাতে পারব। আসুন, আমরা সবাই একসঙ্গে আমাদের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত গড়ার লক্ষ্য়ে কাজ করি।”
মহাভারত, রামায়ণ কাল্পনিক কাহিনি না ইতিহাস – এই বিতর্ক দীর্ঘদিনের। অনেকেই দাবি করেন, মহাভারত-রাময়ণের কাহিনি কাল্পনিক। অনেকে কাল্পনিক মনে করলেও, এর মধ্যে ইতিহাসের উপাদান রয়েছে বলে মনে করেন। আবার কেউ কেউ দাবি করেন, এই দুই মহাকাব্য আসলে ইতিহাস গ্রন্থ।