Kasba Case: কসবাকাণ্ডে সিবিআই তদন্তের দাবি, সুপ্রিম কোর্টে আবেদন
Kasba Case: কসবার গণধর্ষণকাণ্ডে হাইকোর্টে জনস্বার্থ মামলা। তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। ঘটনায় বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীরা। তিনটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।

কলকাতা: কলকাতায় ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্টে আবেদন। আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি। নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্তের দাবি। নির্যাতিতার নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রের নির্যাতিতার বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যের কথাও আবেদনকারী উল্লেখ করেছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী সত্যম সিং এই আবেদনটি দায়ের করেছেন।
কসবার গণধর্ষণকাণ্ডে হাইকোর্টে জনস্বার্থ মামলা। তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। ঘটনায় বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীরা। তিনটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।
মামলা দায়েরর অনুমতি চান আইনজীবী সৌম্যশুভ্র রায়, আইনজীবী সায়ন দে এবং বিজয় কুমার সিংহল। বিচারপতি তাতে অনুমতি দেন। আইনজীবীদের দাবি, আদালতের নজরদারিতে তদন্ত, অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্ত, কলেজে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আদালতের তরফ থেকে ইতিমধ্যেই অপরপক্ষকে নোটিস দেওয়ার কথা বলা হয়েছে। কসবাকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিন জনকে । মূল অভিযুক্তের আরও এক অশ্লীল ভিডিয়ো এসেছে সামনে।
সোমবারই দিল্লি থেকে রাজ্যে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সাংসদ সত্যপাল সিংয়ের নেতৃত্বে রাজ্যে এসেছে টিম। । দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা চার সদস্যের ওই দল গড়ে দিয়েছেন। টিম পরিস্থিতি ঘুরে নাড্ডাকে গিয়ে রিপোর্ট দেবে। 
