হায়দরাবাদ: দিনের আলোয় চায়ের দোকানের সামনে খুন হলেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) দলের নেতা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার জাগতিয়াল জেলার করুতলা শহরে। সেখানেই তেলঙ্গানার শাসকদলের ওই নেতাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে দুই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। মৃত বিআরএস নেতার নাম পোগুলা লক্ষ্মীরাজম। তাঁর স্ত্রী ওই শহরের স্থানীয় কাউন্সিলর।
করুতলা থানার ইনস্পেক্টর প্রবীণ কুমার এই খুনের ঘটনা নিয়ে জানিয়েছেন, পোগুলা লক্ষ্মীরাজম (৪৫) পুরনো পুরসভা ভবনের কাছে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। সকাল ৯টা নাগাদ তিনি যখন চা খাচ্ছিলেন তখন দুই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী বাইকে করে সেখানে আসেন। এবং লক্ষ্মীরাজমকে ছুরি দিয়ে মেরে সেখান থেকে পালিয়ে যান। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত স্থানীয়রা ওই বিআরএস নেতাকে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। পরে তাঁকে করিমনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয়েছে ওই নেতার।
যদিও কেন এই খুন সে বিষয়ে এখনও কিছু জানা সম্ভব হয়নি। বিআরএস নেতার স্ত্রী তথা পুরসভার কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে। আততায়ীদের চিহ্নিত করে তাঁদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।