Kuwait Fire Update: দেহ এতটাই পুড়ে গিয়ে চেনাও সম্ভব নয়, কুয়েতের অগ্নিকাণ্ডে মৃত্যু বাঙালি শ্রমিকের, আজ আনা হতে পারে মৃতদেহ
Kuwait Fire: বুধবার সকালেই কুয়েতের একটি ছয় তলা আবাসনে আগুন লাগে। নিমেষের মধ্যেই সেই আগুন গোটা আবাসনে ছড়িয়ে পড়ে। ওই আবাসনে মূলত অনাবাসীরাই থাকতেন। একটা বড় অংশের বাসিন্দাই ভারতীয়। অগ্নিকাণ্ডের সময় বাসিন্দারা ঘুমোচ্ছিলেন। ফলে তারা ঘর থেকে বের হতে পারেননি।
নয়া দিল্লি: কুয়েতের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু বাংলার শ্রমিকেরও। বুধবারে আবাসনে বিধ্বংসী আগুনে এখনও পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে ৪০ জনেরও বেশি ভারতীয়। তার মধ্য়ে এবার বাঙালি শ্রমিকেরও খোঁজ মিলল। তবে ওই শ্রমিকের নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নিয
বুধবার সকালেই কুয়েতের একটি ছয় তলা আবাসনে আগুন লাগে। নিমেষের মধ্যেই সেই আগুন গোটা আবাসনে ছড়িয়ে পড়ে। ওই আবাসনে মূলত অনাবাসীরাই থাকতেন। একটা বড় অংশের বাসিন্দাই ভারতীয়। অগ্নিকাণ্ডের সময় বাসিন্দারা ঘুমোচ্ছিলেন। ফলে তারা ঘর থেকে বের হতে পারেননি। দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাদের।
এদিকে, গতকালই অগ্নিকাণ্ডের খবর পেয়ে বৈঠকে বসেছিলেন বিদেশমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রী মোদী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা অর্থ সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশে কুয়েতে পৌঁছেছেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী। বিদেশ মন্ত্রকের তত্ত্বাবধানেই আজ কয়েকটি মৃতদেহ ভারতে আনা হবে। একজন বাঙালি শ্রমিকের দেহ আজ পৌঁছানোর কথা। মরদেহ পৌঁছতে আজ গভীর রাত বা কাল সকালও হতে পারে।
দিল্লি বিমানবন্দর থেকে কলকাতায় নিয়ে যাওয়া হবে বাঙালি শ্রমিকদের মরদেহ। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিদেশ মন্ত্রকের সঙ্গে প্রতিমুহূর্তে যোগাযোগ রাখছেন পশ্চিমবঙ্গ সরকারের রেসিডেন্ট কমিশনারও।