Mamata Banerjee: ‘আমরা মমতাকেই চাই’, সাফ কথা লালুর, কংগ্রেসের আপত্তিও মানতে নারাজ

Mamata Banerjee: মমতাকে ইন্ডিয়া জোটের নেত্রী করার জোরাল দাবির আবহেই দিল্লিতে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে বসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। জানা যাচ্ছে, 'দিল্লি নির্বাচনে কংগ্রেসের সঙ্গ ছাড়াই লড়বেন কেজরীবাল।'

Mamata Banerjee: 'আমরা মমতাকেই চাই', সাফ কথা লালুর, কংগ্রেসের আপত্তিও মানতে নারাজ
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2024 | 11:48 AM

নয়া দিল্লি: ইন্ডিয়া (INDIA) জোটের হাল কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে? আরজেডি নেতা লালু প্রসাদের কথায় আবারও বাড়ল সেই জল্পনা। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, এনসিপি নেতা শরদ পাওয়ারের পর এবার লালু প্রসাদ যাদব। সোমবার ওয়াই এস আর কংগ্রেসও মমতাকেই নেত্রী হিসেবে সমর্থন করেছেন। আর এবার লালুর মুখেও শোনা গেল একই কথা। কংগ্রেসের কোনও আপত্তি মানবেন না বলেও জানিয়েছেন তিনি।

সংবাদসংস্থার প্রশ্নের মুখে লালু প্রসাদ বলেন, “কংগ্রেসের আপত্তি কোনও বিষয় নয়। আমরা মমতাকেই সমর্থন করব। ২০২৫-এ সরকার গড়ব আমরা।” মমতাকে সমর্থন করেছে উদ্ধব ঠাকরের শিব সেনাও। এদিকে, মমতাকে ইন্ডিয়া জোটের নেত্রী করার জোরাল দাবির আবহেই দিল্লিতে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে বসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। জানা যাচ্ছে, ‘দিল্লি নির্বাচনে কংগ্রেসের সঙ্গ ছাড়াই লড়বেন কেজরীবাল।’

লোকসভায় ফল ভাল হওয়ার পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল কংগ্রেস। কিন্তু দিল্লি এবং হরিয়ানা বিধানসভায় ভরাডুবির পর কংগ্রেস আবারও ব্যাকফুটে চলে গেলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। তারপরই রাহুলের নেতৃত্বকে অস্বীকার করতে শুরু করেছে জোটের বাকি শরিকরা! নেতৃত্ব নিয়ে আবারও উঠেছে প্রশ্ন। অন্যদিকে, পশ্চিমবঙ্গে বিজেপিকে বারবার হারানোর রেকর্ড রয়েছে মমতার দল তৃণমূল কংগ্রেসের হাতে। সেই কারণেই মমতাকে সামনে রেখে বাকিরা লড়তে চাইছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে ইন্ডিয়া জোটের বাকি নেতাদের গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেন, ‘যারা সারা দেশে ১০০ আসন পেল, তারা নেতৃত্ব ঠিক করবে, নাকি যারা ২০-৩০টা আসন পেয়েছে তারা?’ এই সব নেতারা কী বলছেন, তাতে কিছু যায় আসে না। বিজেপির বিরোধিতা কেবলমাত্র কংগ্রেসই করতে পারবে বলে মনে করেন তিনি।