নয়া দিল্লি: এবার কি লোকসভায় নিজের জনপ্রিয়তা যাচাই করে দেখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা? সোমবার (৪ মার্চ), রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন জেপি নাড্ডা। ২০১২ সালে, হিমাচল প্রদেশ থেকে প্রথমবার রাজ্যসভার সদস্য হয়েছিলেন জেপি নাড্ডা। ২০১৮ সালেও একই রাজ্য থেকে রাজ্যসভায় গিয়েছিলেন তিনি। বর্তমানে, হিমাচলে কংগ্রেস সরকার থাকায়, জেপি নাড্ডায় জয় নিশ্চিত ছিল না। সদ্য সমাপ্ত রাজ্যসভা নির্বাচনে গুজরাট থেকে বিজেপির টিকিটে তৃতীয়বারের জন্য রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছিলেন তিনি। হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভার সদস্য হিসেবে, আগামী এপ্রিল মাসেই তাঁর কার্যকাল ফুরোবে। এদিন হিমাচল প্রদেশের রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন তিনি।
লোকসবা নির্বাচনের ঠিক আগে, তাঁর এই ইস্তফায় জল্পনা শুরু হয়েছে, এবার কি তাহলে লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন জেপি নাড্ডা? গত রবিবার, ১৯৫ প্রার্থীর প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি। আগামী বুধবার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে শোনা যাচ্ছে। তবে, বিজেপি সূত্রে জানা গিয়েছে, গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায়, আগের পদ থেকে এদিন ইস্তফা দিলেন তিনি। নাড্ডা ছাড়াও আরও ৫৬ জন রাজ্যসভা সাংসদের মেয়াদকাল আগামী এপ্রিল মাসে শেষ হচ্ছে। রাজ্যসভার সংসদীয় বুলেটিনে বলা হয়েছে, “হিমাচল প্রদেশ রাজ্যের প্রতিনিধিত্বকারী রাজ্যসভার নির্বাচিত সদস্য শ্রী জগৎ প্রকাশ নাড্ডা, রাজ্যসভায় তার আসন থেকে পদত্যাগ করেছেন এবং তাঁর পদত্যাগ ২০২৪ সালের ৪ মার্চ, রাজ্যসভার চেয়ারম্যান গ্রহণ করেছেন।”
সোমবার দুদিনের সফরে কর্নাটকের বেলাগাভিতে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানে বেশ কয়েকটি জনসভা এবং সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।